নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরির মন্তব্যে জেরে এবার তোলপাড় বিধানসভা। অখিল গিরির মন্তব্যের প্রতিবাদ ও তাকে রাজ্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে প্রথমে মুলতুবি প্রস্তাব, পরে ওয়েলে নেমে বিক্ষোভ।
আগেই রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা চেয়ে বিধানসভা অধিবেশনে প্রস্তাব আনেন বিরোধীরা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দেন। বিজেপি বিধায়করা এরপর মুলতুবি প্রস্তাব আনেন। তাও খারিজ করে স্পিকার বেরিয়ে যান অধিবেশন কক্ষ থেকে।
তারপরই বিজেপির মহিলা বিধায়কদের নেতৃত্বে বিধানসভার পোর্টিকোয় নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা। সামনের সারিতে ছিলেন আদিবাসী ও মহিলা বিধায়করা। ছিলেন অগ্নিমিত্রা পল, মালতী রাভারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি নিয়ে স্লোগান তোলেন তারা।
এছাড়াও রাষ্ট্রপতি ইস্যুতে এদিন বড়সড় কর্মসূচি রয়েছে বিজেপির। শহরজুড়ে প্রতিবাদ মিছিল করবে মহিলা মোর্চা। সেই উপলক্ষে মুরলিধর সেন লেনের সামনে জমায়েত করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলরা। অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে তুলবেন স্লোগান।
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জানিয়েছেন,'দেশের রাষ্ট্রপতিকে নিয়ে এমন বিতর্কিত, অপমানজনক মন্তব্যের পর কেন অখিল গিরিকে মন্ত্রিসভায় রাখা হয়েছে? অবিলম্বে তাকে সরাতে হবে।আর গ্রেফতারির বিষয়টা আদালত দেখবে। তা নিয়ে আমরা কিছু বলছি না। কিন্তু মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা তো মুখ্যমন্ত্রীর হাতে। তিনি কেন বরখাস্তের সিদ্ধান্ত নিচ্ছেন না? আমাদের এই দাবি জারি থাকবে।'
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।