রাশিফল, রবিবার, ১৩ আশ্বিন, ১৪৩০, ১ অক্টোবর, ২০২৩

অক্টোবর ০১, ২০২৩ রাত ১২:০১ IST
651854fbe58d8_6084693ade01c_images-(62)

মেষ রাশি – আজ স্বাস্থ্য ভালো রাখার জন্য খেলাধুলা বা শরীরচর্চা করতে পারেন। বাবা বা মায়ের থেকে কোনো কারণে আঘাত পেতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে মত বিরোধ হতে পারে।

বৃষ রাশি – আজ আপনি কোনো সু সংবাদ পেতে পারেন। এর জেরে আপনার মন আনন্দে ভরে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য আপনি প্রশংসা পাবেন।

মিথুন রাশি - মূল্যবান সময় নষ্ট করবেন না। কর্মক্ষেত্রে এই সময় নষ্ট করার জন্য হয়তো আপনার বিপদ হতে পারে। স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনও কারণ নেই।   কর্কট রাশি – যে কোনো কাজ করার আগে নিজে চেষ্টা করুন। যদি না পারেন তাহলে কারোর থেকে সাহায্য নিতে পারেন। নতুন করে আজ কারোর প্রেমে পড়তে পারেন।

সিংহ রাশি – আর্থিক কোনও বিনিয়োগ করবেন না। কারণ এর দ্বারা আজ আপনি প্রতারিত হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারেন।   

কন্যা রাশি – বন্ধুদের দ্বারা আজ আপনি বিপদে পড়তে পারেন। পারিবারিক কোনও সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আজ প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভবনা আছে।

তুলা রাশি – অহেতুক মানসিক চাপ নেবেন না। আর্থিক দিকে বিভিন্ন সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে। আজ কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভবনা আছে। জমি সংক্রান্ত কোনও লেনদেন করলে, তা থেকে ভালো ফল পাওয়ার সম্ভবনা আছে।     

বৃশ্চিক রাশি – আজ বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন। আর্থিক দিকে সেভাবে লাভ পাবেন না। কর্মক্ষেত্রে ছোটো কোনো বিষয় নিয়ে সমস্যা হতে পারে। বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে।

ধনু রাশি – বাচ্চাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। মোবাইল ফোন ভুল কাজে ব্যবহার করবেন না। এর দ্বারা বড়ো কোনও বিপদে পড়তে পারেন। বিবাহিত জীবনে ঝামেলা হতে পারে।

মকর রাশি – কারোর থেকে ঋণ নিয়ে থাকলে তা আজ যে কোনো উপায়ে ফিরত দিতে হতে পারে। নইলে আপনার সম্মান নষ্ট হওয়ার সম্ভবনা আছে। আপনার স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে।   

কুম্ভ রাশি – বন্ধুদের সাহায্যে আজ আপনি খুবই উপকৃত হবেন। আজ কোথাও ভ্রমণে যেতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ভালো সময় কাটবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো।

মীন রাশি – কোনও কারণে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। তবে চিন্তার কোনও কারণ নেই একটু বুঝে টাকাপয়সা খরচ করবেন। অত্যাধিক মানসিক চাপে পড়তে পারেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।

ভিডিয়ো

Kitchen accessories online