রাশিফল, শনিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪২৮, ২৬শে নভেম্বর, ২০২২

নভেম্বর ২৬, ২০২২ রাত ১২:০৯ IST
6380fdc9492bd_6084693ade01c_images-(62)

মেষ রাশি – আজ আপনার জন্য দিনটি খুবই আনন্দের। তবে দিনের শেষে কোনও খারাপ খবর আপনার কাছে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো।  

বৃষ রাশি – বাবা বা মায়ের থেকে কোনো কারণে আঘাত পেতে পারেন। আজ প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভবনা আছে। ভালোবাসার মানুষের সঙ্গে মত বিরোধ হতে পারে।

মিথুন রাশি – পরিবারের সঙ্গে সময় কাটান। আপনার একগুঁয়ে আচরণ ত্যাগ করুন। কর্মক্ষেত্রে পরিকল্পনা করে কাজ করবেন। তাহলেই ভালো ফল পাবেন।

কর্কট রাশি – আর্থিক দিকে একটু খেয়াল রাখতে হবে। সারাদিনটা অল্পস্বল্প বাধাসহ দিনটি ভালোই কাটবে। আজ আপনি আপনার নিকট আত্মীয়ের সাহায্যে ব্যবসায় উন্নতি হবে।

সিংহ রাশি – আজ আপনার বাচ্চার সঙ্গে কোনও দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। যারা দুধ শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাঁরা আজ আর্থিকভাবে লাভবান হবেন।

কন্যা রাশি – আপনি যদি ঋণ নিয়ে থাকেন তাহলে তা আজ যেকোনো উপায়ে পরিশোধ করতে হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে।

তুলা রাশি – আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে উঠতে পারে। দীর্ঘ দিন আর্থিক সঙ্কটে যারা ছিলেন তাদের অর্থ লাভের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে চাপ আসতে পারে।

বৃশ্চিক রাশি – গয়নাতে বিনিয়োগ করতে পারেন। এর থেকে আজ আপনি ভালো ফল পাবেন। প্রেমে হতাশ হওয়ার সম্ভাবনা আছে। আপনার স্বাস্থ্যের ব্যাপারে নজর দিন।

ধনু রাশি – কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভেবে চিন্তে নেবেন। দিনের শেষে আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে পারেন।

মকর রাশি – আজ আপনি কর্মক্ষেত্রে একটু সাবধানে থাকবেন নইলে অপমানিত হতে পারেন। পূর্বে কোনো আর্থিক বিনিয়োগ করে থাকলে তা থেকে আজ লাভ পাওয়ার সম্ভাবনা আছে।

কুম্ভ রাশি – কোথাও ভ্রমণ করতে গেলে জিনিসপত্র সাবধানে রাখবেন চুরি হওয়ার সম্ভাবনা আছে। অফিসে আপনার সহকর্মীদের থেকে পূর্ন সহযোগিতা পাবেন।

মীন রাশি – বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা আছে। আজ আপনার কোনো পুরোনো বন্ধুর থেকে পরামর্শ নিতে পারেন তাহলে আপনার ব্যবসায় উন্নতি হতে পারে।

ভিডিয়ো

Kitchen accessories online