রাশিফল, সোমবার, ১৪ আশ্বিন, ১৪৩০, ২ অক্টোবর, ২০২৩

অক্টোবর ০২, ২০২৩ রাত ১২:৪০ IST
6519acca494b8_6084693ade01c_images-(62)

মেষ রাশি – কর্মক্ষেত্রে আপনার ফল ভালো আসবে না। ভ্রমণে গেলে জিনিসপত্র সাবধানে রাখবেন কারণ চুরি হওয়ার সম্ভাবনা আছে। প্রেমে কোনো বাধা আসবে না।

বৃষ রাশি – কর্মক্ষেত্রে আপনার সহকর্মীর থেকে সাহায্য পাবেন। খেলাধুলা বা যোগব্যায়াম করতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে।

মিথুন রাশি - আর্থিক দিক থেকে সমস্যায় পড়তে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে পারেন। দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান হতে পারে।

কর্কট রাশি – বাবা-মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার নিকট আত্মীয়ের থেকে আর্থিক সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। কোথাও জমি সংক্রান্ত বিষয়ে বিনিয়োগ করবেন না।

সিংহ রাশি – আপনার আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে পারেন। অহেতুক সন্দেহের জন্য আপনার কাছের মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। আর্থিক দিক থেকে উন্নতি হবে।

কন্যা রাশি – কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভেবে চিন্তে নেবেন। দিনের শেষে আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে পারেন।

তুলা রাশি – আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে উঠতে পারে। দীর্ঘ দিন আর্থিক সঙ্কটে যারা ছিলেন তাদের অর্থ লাভের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে চাপ আসতে পারে।

বৃশ্চিক রাশি – গয়নাতে বিনিয়োগ করতে পারেন। এর থেকে আজ আপনি ভালো ফল পাবেন। প্রেমে হতাশ হওয়ার সম্ভাবনা আছে। আপনার স্বাস্থ্যের ব্যাপারে নজর দিন।

ধনু রাশি – আপনার জীবন সঙ্গী আপনাকে সুখী করার চেষ্টা করবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা হতে পারে। বিবাহ প্রস্তাব ভেবে চিন্তে নেবেন।

মকর রাশি – আজ আপনি কর্মক্ষেত্রে একটু সাবধানে থাকবেন নইলে অপমানিত হতে পারেন। পূর্বে কোনো আর্থিক বিনিয়োগ করে থাকলে তা থেকে আজ লাভ পাওয়ার সম্ভাবনা আছে।

কুম্ভ রাশি – কোথাও ভ্রমণ করতে গেলে জিনিসপত্র সাবধানে রাখবেন চুরি হওয়ার সম্ভাবনা আছে। অফিসে আপনার সহকর্মীদের থেকে পূর্ন সহযোগিতা পাবেন।

মীন রাশি – আজকে বিবাহ করবেন না। কারণ সেটা সুখের হবে না। যৌথ উদ্যোগে কোনো কাজ করতে পারেন। মানসিক চাপ এবং উদ্রেক বাড়বে দিনটিতে।

ভিডিয়ো

Kitchen accessories online