রাশিফল, শুক্রবার, ১১ আশ্বিন, ১৪৩০, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

সেপ্টেম্বর ২৯, ২০২৩ রাত ১২:২৩ IST
6515b5bc352bf_6084693ade01c_images-(62)

মেষ রাশি – কোনো কাজে টাকা বিনিয়োগ করতে গেলে একটু ভেবে চিন্তে করবেন। কারণ এর থেকে আপনার লোকসান হওয়ার সম্ভাবনাই বেশি। আপনার বিবাহিত জীবন সুখের হবে না।

বৃষ রাশি – বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে পারেন। আর্থিক দিকে টানাপড়েনের মধ্যে দিয়ে যাবে। আপনার মূল্যবান জিনিস সঠিক সময় নাও খুঁজে পেতে পারেন।

মিথুন রাশি – স্বাস্থ্য আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বেশ কিছু বিষয়ে আজ আপনি অভিজ্ঞতা লাভ করতে পারেন। পরিবারের কোনও সদস্যর সঙ্গে মত বিরোধ হতে পারে।

কর্কট রাশি – কোনো ভেঙে যাওয়া সম্পর্ক আবার ঠিক হতে পারে। এতে আপনার ভালোই হবে। জমি সংক্রান্ত কোনও বিনিয়োগ করবেন না। কারণ আজ এতে লোকসান নিশ্চিত।

সিংহ রাশি – হঠাৎ করে ভালো কিছু খবর পেতে পারেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদের আশঙ্কা আছে। পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটবে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন।    

কন্যা রাশি – যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান পাবেন। নতুন কোনও স্কিম আপনার কাছে আসতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন, তবে সম্পর্ক ভাঙার সম্ভাবনা নেই। আপনার একগুঁয়ে আচরণ ত্যাগ করুন।

তুলা রাশি – ধর্মীয় স্থানে আজ ভ্রমণে যেতে পারেন। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। সারাদিনের ক্লান্তি দূর করতে সন্ধ্যের পর একা থাকতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।    

বৃশ্চিক রাশি – ছোট ছোট বিষয়ে আপনি রেগে যাবেন। ভবিষ্যতে যা আপনার জন্য ভালো হবে না। কর্মক্ষেত্রে পরিকল্পনা করে কাজ করবেন। তাহলেই ভালো ফল পাবেন।

ধনু রাশি – আজ আপনার কোনও জিনিস চুরি হওয়ার সম্ভাবনা আছে। তাই একটু সাবধানে থাকবেন। আজকের দিনটি আপনার অন্য দিনের মতোই যাবে। কোনও পরিবর্তন হবে না।

মকর রাশি – আপনার বেপরোয়া আচরণ ত্যাগ করুন। কোনো সম্পর্কে চির ধরতে পারে। ধর্মীয় স্থানে যেতে পারেন। সময়ের সঠিক ব্যবহার করুন। জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে।   

কুম্ভ রাশি – চাকুরিজিবিরা চাপমুক্ত থাকবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। কোথাও ভ্রমণে যেতে পারেন। পূর্বে কোনো আর্থিক বিনিয়োগ করে থাকলে তা থেকে আজ লাভ পাওয়ার সম্ভাবনা আছে।

মীন রাশি – কেউ যদি নিজের ইচ্ছায় আপনাকে টাকা ধার দিতে চায়, তাহলে আপনি তা এরিয়ে যাবেন। পরিবারে যদি সুখ না থাকে, তাহলে আপনাকেই ফিরিয়ে আনতে চেষ্টা করতে হবে।

ভিডিয়ো

Kitchen accessories online