নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - যাতায়াতের রাস্তা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে তীব্র বচসা! ক্রমশও সেই বচসা পরিণত হয় সংঘর্ষে! সংঘর্ষের জেরে গুরুতর জখম একই পরিবারের মোট ৪ জন সদস্য।গুরুতর জখম হয়েছেন উজ্জ্বলা ,বরুণ ,দিলীপ ও বাসুদেব মন্ডল। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অম্তর্গত মাতলা ২ পঞ্চায়েতের খাস কুমড়োখালি গ্রামে।বর্তমানে আক্রান্ত চারজন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।সাত সকালে ঘটা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার সকালে ক্যানিংয়ের খাস কুমড়োখালি গ্রামে বাড়ির মধ্যে প্রবেশ করে বেধড়ক মারধর করা হয়েছে পরিবারের সদস্যদের। স্থানীয় বাসিন্দা বরুণ মন্ডলের বাড়ির উপর দিয়ে যাতায়াত করতো প্রতিবেশী আষাঢ়ে মন্ডলের পরিবার। তবে ব্যক্তিগত মালিকানাধীন তাদের বাড়ির উপর দিয়ে যাতায়াত কেন করা হবে? এই নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন বরুণ মন্ডল। এরপরই প্রতিবাদের প্রত্যুত্তর দিতেই আষাঢ়ে মন্ডল,নীরা মন্ডল,ঝালি মন্ডল সহ প্রায় ১০-১২ জন লাঠি বাঁশ নিয়ে প্রতিবেশী বরুণদের বাড়িতে চড়াও হয়।
এমনকি বাড়িতে থাকা মহিলা -পুরুষ নির্বিশেষে সকলকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। এর ফলে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম হয় ৪ জন। পাড়ার মধ্যে শোরগোল সৃষ্টি হলে ,আশেপাশে অবস্থিত স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন ও প্রাথমিক অবস্থায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে , চিকিৎসার উদ্দেশ্যে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।বর্তমানে চারজনের মধ্যে বরুণ, দিলীপ ও বাসুদেব মন্ডলের অবস্থা আশাঙ্কাজনক।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত পরিবারের লোকজন ক্যানিং থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন ক্যানিং থানার পুলিশ।
এ প্রসঙ্গে আক্রান্ত বাড়ির এক সদস্য জানিয়েছেন, প্রতিবেশী আষাঢ়ে মন্ডলে ও তার পরিবারের সদস্যরা ক্রমাগত তাদের ব্যক্তিগত রাস্তা দিয়ে যাতায়াত করতেন। এই বিষয়টি তাদের একেবারেই পছন্দ ছিল না ,তাই তারা শুধুমাত্র তাদের ব্যক্তিগত রাস্তা দিয়ে যাতায়াত না করার জন্য তাদের অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু এরই প্রতিবাদে তারা চড়াও হয়ে, সাত সকালে বাড়ির ভেতর প্রবেশ করে বেধরক মারধর করেছেন ।পুলিশের কাছে আশ্বাস জানিয়েছেন সম্পূর্ণ ঘটনার সঠিক তদন্ত করে যাতে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়।
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত