নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান -
রাস্তা সরানোর দাবিতে বিক্ষোভে পথে নামলো জাঠগড়িয়া এলাকার স্কুল পড়ুয়া এবং স্থানীয়রা। দীর্ঘদিন ধরেই বেহাল কাঁকসার জাঠগড়িয়া মোড় থেকে মাদারগঞ্জ পর্যন্ত ১২ কিলোমিটারের রাস্তা। তবুও কোনো উন্নয়ন নেই। সেই কারণে এবার বুধবার জাঠগড়িয়া এলাকার রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে , এলাকায় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা রয়েছে। ওই সংস্থার ভারীযন্ত্রের গাড়ি গুলি যাতায়াতের ফলে রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। সমস্যার মুখে পরতে হচ্ছে নিত্য যাতায়াতকারী মানুষদের। একই যাতায়াতের রাস্তায় শিক্ষাপ্রতিষ্ঠান থাকার ফলে ছাত্র-ছাত্রীদের নানান রকম সমস্যায় পড়তে হয়। অনেকদিন পথ দুর্ঘটনার কবলে পরছে এলাকাবাসীরা।
স্থানীয়দের অভিযোগ , এর আগেও প্রশাসনকে এ বিষয়ে জানালে তেমন কোনো সুরাহা মেলেনি। ফলে তাদেরকে বাধ্য হয়ে পথ অবরোধ করতে হয়েছে। তারা এটাও জানিয়েছেন , দ্রুত রাস্তা সংস্কার না হলে , পরবর্তীকালেও বার বার আন্দোলন করা হবে।
জাঠগড়িয়া এলাকার একজন স্কুল শিক্ষক শরিফ মন্ডল জানান , 'এরকম অবস্থা অনেক দিনের। কাটাগড়িয়া , খালগড়িয়া এলাকার রাস্তা কর্তৃপক্ষ সাড়ালেও আমাদের এলাকার রাস্তা সারানো হয়নি। বর্ষাকালে বৃষ্টির জলে রাস্তার গর্তগুলো ভরাট হয়ে যায়। স্কুলে যাতায়াতকারী আমাদের ছাত্র-ছাত্রীরা বেশিরভাগ দিনেই গর্তে পড়ে যায়। প্রাণের ঝুঁকি নিয়ে তাদেরকে স্কুল আসতে হয়। এই নিয়ে খুবই সমস্যার মধ্যে আমরা আছি। যত তাড়াতাড়ি সম্ভব এর একটা শুরু সুরাহা আমরা চাই'।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর
৩ বছর হলেই স্কুলে ভর্তি করা যাবে পড়ুয়াকে
জানলা ভেঙে এক এক করে যাত্রীদের বের করে আনলো পুলিশ
দু বেলা অন্ন জোগাড় করতে গিয়ে নাজেহাল অবস্থা পাকিস্তানের সাধারণ মানুষের
বহুবার কবরস্থানের স্থায়ী কর্মী নিয়োগ সহ সংস্করণের দাবি জানিয়েও মিলছে না ফল , অভিযোগ স্থানীয়দের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম অপরিবর্তিত
রবিবার দশম রমজান