নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের রাস্তায় গণ পিটুনির মুখে পরলেন সিভিক ভলান্টিয়ার। মূলত গাড়ি পার্কিং নিয়ে অটো চালকের সঙ্গে সিভিক ভলান্টিয়ারের বচসার জেরে রাস্তার মধ্যে গণধোলাই পরল সিভিক ভলান্টিয়ারের। ঘটনায় আহত হয়েছেন ৫ জন সিভিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শ্যামনগর স্টেশন সংলগ্ন এলাকায়। ইতিমধ্যে আহত সিভিক ভলান্টিয়াররা হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে এই ঘটনায় ৫ জন অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , শ্যামনগর স্টেশন সংলগ্ন এলাকায় অটো-টোটো পার্কিং নিয়ে সিভিক ভলান্টিয়ার ও টোটো-অটো চালকদের বচসা সৃষ্টি হয়। এই বচসা ক্রমশ হাতাহাতিতে মোড় নেয়। পরবর্তীতে রাস্তার মধ্যে সমগ্র অটোচালকেরা ঘেরাও করে সিভিক ভলান্টিয়ারদের বেধরক মারধর করেন।
অভিযোগ, বাঁশ, লাঠি, রড নিয়ে হামলা চালানো হয়েছে সিভিক ভলান্টিয়ারদের ওপর। তাতে এক সিভিক ভলান্টিয়ারের মাথা ফেটেছে বলে জানা গিয়েছে। যদিও ঘটনাস্থলে পুলিশ প্রশাসন আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। এরপর ৫ জন অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনায় বেধড়ক মার খেয়ে একজন এএসআই , দুজন সিভিক ভলান্টিয়ার সহ চারজন গুরুতরভাবে আহত হয়েছেন। বর্তমানে তারা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের বুকে পিঠে অসংখ্য জায়গায় জখমের চিত্র ফুটে উঠেছে। এদিকে স্টেশন সংলগ্ন এলাকায় এই হাতাহাতির ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছিল।
এই বিষয়ে আহত এক সিভিক ভলান্টিয়ার জানিয়েছেন , নিষেধাজ্ঞা থাকলেও শ্যামনগর স্টেশন রোডে অটো ঢোকাচ্ছিলেন চালকরা। তখন বাধা দেন এক সিভিক ভলান্টিয়ার। তাকে ব্যাপক মারধর করেন প্রায় ৩০-৪০ জন অটোচালক। খবর পেয়ে অন্যান্য সিভিক ভলান্টিয়াররা ঘটনাস্থলে পৌঁছলে তাদেরও মারধর করা হয়। ধাক্কাধাক্কি করা হয় এক পুলিশ আধিকারিককে।
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের