নিজস্ব প্রতিনিধি , কলকাতা – রাত পোহালেই ২১ শে জুলাই। তৃণমূলের কাছে আবেগের দিন ২১ শে জুলাই। এদিনের সাক্ষী থাকার জন্য গত কয়েকদিন ধরেই দুর দূরান্ত থেকে কলকাতায় এসে ভিড় করা শুরু করেছে তৃণমূল কর্মী সমর্থকরা। আজ সকালেও কলকাতার দুই ব্যস্ততম স্টেশন হাওড়া ও শিয়ালদহে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় দেখা গেছে। তৃণমূলের পক্ষ থেকেও শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ২৫ ফুট উঁচু মঞ্চ তৈরির কাজও প্রায় শেষের দিকে।
এই ২১শে জুলাই কতটা আবেগের দিন তা এবার দেখা গেলো। ২১ শে জুলাইয়ের শহীদ দিবসে উপস্থিত থাকতে ১০০ কিলোমিটারেরও বেশি পথ হেঁটে আসছেন তৃণমূল কর্মী সমর্থকরা। বাঁকুড়া থেকে কলকাতা আসতে সময় লেগেছে তাদের তিন দিন। বাঁকুড়ার জয়পুর ব্লক থেকে রেয়াজ হোসেন দালাল ও তার সঙ্গীরা প্রায় ১৪০ কিলোমিটার পথ হেঁটে এসেছেন কেবল ২১শে জুলাইয়ের মিটিংয়ে উপস্থিত থাকার জন্য।
এই এতটা পথ হেঁটে আসতে তাদের সময় লেগেছে তিন দিন। সোমবার দুপুর একটা নাগাত বাঁকুড়ার জয়পুর ব্লক থেকে রওনা দেন তারা। খাওয়া দাওয়া সবটাই এই রাস্তায়। রাতটুকু সময় থেকেছিলেন হোটেলে, বাকি সময়টা হেঁটে আজ সকালে তারা পৌঁছেছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। পঞ্চায়েত ভোটের বিপুল জয়ের পরে, ২০২৪ সালের লোকসভা ভোটের লড়াইয়ের জন্য কি বার্তা দেন মুখ্যমন্ত্রী তারজন্য অধীর আগ্রহী তারা।
এপ্রসঙ্গে তৃণমূল কর্মী রেয়াজ হোসেন দালাল জনিয়েছেন, "২১শে জুলাই আবেগের দিন। এইদিনটার সাক্ষী থাকতে চাই। সোমবার দুপুর একটা নাগাত বেড়িয়েছি কেবল রাতটুকু থেকেছি হোটেলে, বাকি সময়টা হেঁটে আজ সকালে কলকাতায় পৌঁছেছি। পঞ্চায়েত ভোটে আমরা বিপুল সংখ্যক ভোটে জিতেছি। বিরোধীদের কোনো পরিকল্পনাই কাজে আসেনি আমাদের বিরূদ্ধে। মমতা ব্যানার্জির উন্নতিতে ভরসা রেখেছে মানুষ। ২০২৪ সালে আমাদের একটা লড়াই আছে, সেই লড়াইয়ের জন্য মুখ্যমন্ত্রী কি বার্তা দেন তাই শুনতে এসেছি।"
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর