নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - নিজের বিয়েতে কনে লুকে ধরা দেবেন কিয়ারা আডবানী। তা নিয়ে মুখিয়ে রয়েছে সমগ্র অনুরাগীরা ,তবে এখনো পর্যন্ত বিয়ের কোন ছবি সামনে আসেনি।কারণ, বি-টাউনে বিয়ের আসর মানেই তা নিয়ে কড়া নিরাপত্তা বর্তমান। তারকাদের জীবনের স্পেশ্যাল দিনের আয়োজন ঠিক কেমন ছিল, তা জানতে মরিয়া থাকেন ভক্তরা। সেই কারণেই আরও বেশি করে ছবি ভিডিয়ো সম্পর্কে সতর্কতা মেনে চলতে হচ্ছে সকলকে। তালিকা থেকে বাদ পরেননি এই জুটিও।
তাই সোমবার সকাল থেকেই ভক্তদের অপেক্ষার পালা শুরু, আনাচে-কানাচে থেকে লিক হওয়া ছবি নয়তো তারকারা যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সুখবর জানান, তার অপেক্ষা। তবে, এখনো পর্যন্ত পাওয়া যায়নি অভিনেত্রী কিয়ারার কোন ছবি! তার কারণ বিয়ের আগ-মুহূর্তে পরিবর্তন হয়েছে তাদের বিবাহের তারিখ।
সোমবার নয় সিড-কিয়ারা বিয়ে হবে ৭ ফেব্রুয়ারি। হোটেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার সন্ধ্যায় সূর্যগড় প্রাসাদে হয়েছে মেহেন্দির অনুষ্ঠান। তারপর ৬ তারিখ সকালে গায়ে হলুদ, সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল জমজমাট সঙ্গীত অনুষ্ঠানের। এরপর বিয়ে মঙ্গলবার অর্থাৎ আজ। আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরেই সাত পাকে বাঁধা পরতে চান সিড-কিয়ারা। বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ১০০ জন। এই ক্ষেত্রে ভিকি-ক্যাটরিনার পন্থাই গ্রহণ করেছেন তারাও।সেই সঙ্গে বিটাউন সূত্রে খবর ,শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী নাকি এই বিয়ের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
ইতিমধ্যে ভাইরাল হয়েছে বিয়ের মেনুও। রাজস্থানের সাবেকি নানান পদের সঙ্গে অতিথিদের জন্য থাকবে চাইনিজ, জাপানিজ, ইটালিয়ান, আফগানি কাবাব, মোগলাই খানাও। পঞ্জাবের স্পেশ্যাল মাকাইয়ের রুটি, সরষো কা শাকও বাদ পরেনি লিস্ট থেকে। সেই সঙ্গে থাকছে লাড্ডু থেকে রাবড়ি, ক্ষীর থেকে সোহন হালুয়া। ফলে কাছের মাত্র ১০০ থেকে ১২৫ জনকে নিয়ে সেজে ওঠা বিয়েবাড়ি যে বেজায় সরগরম তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত , টানা তিনবছরের সম্পর্কের পর অবশেষে ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পরবেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানী। দুই পরিবারের মধ্যেই বর্তমানে ব্যস্ততা তুঙ্গে,গত রবিবার সন্ধেবেলায় হয়ে গিয়েছে সঙ্গীত। সোমবার সকালে গায়ে হলুদ শেষ, এবারে বিয়ের পালা। গত তিন দিন ধরেই এই বিগফ্যাট বিয়ের আসরে নজর নেটপাড়ার।
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
আগামী ১৬-১৭ এপ্রিলের মধ্যে চম্পট হওয়া টাকা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ফেরত পাবেন , আশ্বস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের
এপ্রিল ফুল বানাতে চলে এসেছেন , ক্ষমা চাওয়ার পরেও কটাক্ষের মুখে উরফি
প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বললেন করণ
সিরিয়ালের ছবি দিয়ে এপ্রিল ফুল করা হচ্ছে , বুঝতে পেরেছি হুমমমমমমমম , দাবি ভক্তদের
আপনি খুব ভাল মানুষ , শিক্ষককে প্রভাবিত করার চেষ্টা দেখে হেসে কুটোপুটি খেলো নেটপাড়া
খুব দ্রুতই ছাদনাতলায় বিয়ের পিঁড়িতে বসবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
ছবিতে কার্তিকের নায়িকা হিসেবে দেখা যেতে পারে সারা আলি খানকে
আজ গোটা দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা , একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ইকো-সিস্টেম, নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা সবকিছুই হিন্দি সিনেমার থেকে অনেক এগিয়ে , দাবি কাজলের
দেবের জোড়া প্রশ্নের উত্তর দিলেন রেলমন্ত্রী
যদি সাজানো ঘটনাই হত, তা হলে কি সরকার জড়িয়ে পরতো , পাল্টা প্রশ্ন অভিনেত্রীর
সারা বিশ্বের শত শতদের মধ্যে ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে নির্বাচিত হয়ে মাত্র ১৮ তেই র্যাম্পে হেঁটেছেন অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে , উচ্ছাসিত বার্তা সৃজিতের
এই মামলা হয় বিচারপতি নিতিন জামদার এবং অভয় আহুজার ডিভিশন বেঞ্চে
সন্তানের কথা ভেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবতে নির্দেশ নাওয়াজ-আলিয়াকে