নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার দুর্গাপূজা পেয়েছে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি। আর এই স্বীকৃতিকে সম্মান জানাতেই কাল থেকে শুরু হচ্ছে মহামিছিল। ইতিমধ্যে উৎসবের মেজাজে সেজে উঠেছে রেড রোড।রাস্তাতেই তৈরি হচ্ছে মঞ্চ। আর মূল মঞ্চেই থাকবে দুর্গা মূর্তি।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এবছর এক মাস আগে থেকেই শুরু হবে দুর্গাপুজো। আর কালই হতে চলেছে সেই শুভারম্ভ। কাল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট থেকে শুরু হবে এই মহা মিছিল। মিছিলে অংশগ্রহনকারীদের যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্যে রাস্তার দুপাশে প্রাথমিক স্বাস্থ্য ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে।
বেলা ২টো থেকে শুরু হওয়া এই মিছিল সেন্ট্রাল এভিনিউ হয়ে ধর্মতলার ডরিনা ক্রসিং থেকে রানী রাসমণি রোড হয়ে পৌঁছবে রেড রোডে। গিরিশ পার্ক থেকে রেড রোড পর্যন্ত রাস্তার দু'ধার জুড়ে থাকবে এল ই ডি স্ক্রিন। আর এখন সেই চূড়ান্ত পর্যায়ে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন , যাঁরা হাঁটতে পারেন না, রেড রোডে তাঁদের জন্য বসার ব্যবস্থা রয়েছে। সকলকে মিছিলে যোগ দেওয়ার জন্যে রইল আমন্ত্রণ। দলমত নির্বিশেষে পায়ে পায়ে পা মেলাবেন, ঢাকের সঙ্গে, ধামসার সঙ্গে, শঙ্খের সঙ্গে, সর্বধর্ম, সর্ব বর্ণ, সর্ব জাতি সকলকে আমন্ত্রণ জানাব। কারণ ধর্ম যার যার, উৎসব সবার।
এদিকে কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত সেন্ট্রাল অ্যাভিনিউর যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহষ্পতিবার ২৪ ঘন্টা বন্ধ থাকবে রেড রোড। এছাড়াও বন্ধ থাকবে কিছু গুরুত্বপূর্ণ রোড যেমন - বিবেকানন্দ রোড, এম জি রোড, এস এন ব্যানার্জী রোড, লেলিন সরণী, খিদিরপুর রোড, বি বি গাঙ্গুলী স্ট্রিট, ও ধর্মতলা রোড।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক