একটানা বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু ৩ শিশুর , হাহাকার পরিস্থিতি বিষ্ণুপুরে

সেপ্টেম্বর ৩০, ২০২৩ দুপুর ০৪:১৯ IST
6517e585046c7_20230930_143607

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - গতকাল থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। আর এই রাতভর বৃষ্টির জেরেই আজ সাতসকালে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির দেওয়াল ভেঙে চাপা পরে মৃত্যু হয় ৩ শিশুর।  ঘটনাটি ঘরে বাঁকুড়ার বিষ্ণুপুরে। মৃত ওই ৩ শিশুর নাম যথাক্রমে রোহন সর্দার(৫), নিশা সর্দার(৪) এবং অঙ্কুশ সর্দার(৩)। ঘটনায় স্তব্ধ-শোকাহত গোটা এলাকা। এভাবে ৩টি তরতাজা শিশুর প্রাণ চলে যাওয়ার ঘটনা বিশ্বাস করতে পারছেন না কেউই।

সূত্রের খবর , বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহের বোড়ামারা এলাকায় একই পরিবারের ৩ শিশু, তারা আজ  সকালে বাড়ির উঠোনে খেলার সময় আচমকাই বাড়ির একটি মাটির দেওয়াল ধসে চাপা পড়ে যায়। জোরে শব্দ হওয়ায় এলাকাবাসী ছুটে যায়। উদ্ধার করে ওই তিন শিশুকে। তড়িঘড়ি ভর্তি করা হয় বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে তাদের ৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এক প্রত্যক্ষদর্শী জানান, "প্রত্যেকদিনই বাচ্চারা বাড়ির ওই স্থানে খেলা করতো। কিন্তু গতকাল থেকে টানা বৃষ্টির জেরে মাটির কাঁচা দেওয়াল নড়বড়ে হয়ে সকালে বাচ্চারা খেলার সময় তাদের গায়ে পড়ে যায়। আমরা তাদেরকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচাতে পারলাম না ৩টি শিশুর প্রাণ। বিষ্ণুপুরে প্রায় বেশিরভাগ বাড়ি এখনো মাটির বাড়ি। যার জেরে বৃষ্টির সময় মানুষের বিভিন্নরকম সমস্যা হয় ঠিকই, কিন্তু হঠাৎ করে যে এইরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাবে তা আমরা কেউই  ভাবতে পারিনি।"

ভিডিয়ো

Kitchen accessories online