নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের রবীন্দ্র সরোবর নিয়ে আইনি টানাপোড়েন। যজ্ঞের অনুমতি দেওয়ায় জাতীয় পরিবেশ আদালতের দিল্লি বেঞ্চকে তীব্র নিন্দা করলেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে চলছেন পরিবেশ কর্মীরা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কি করে এই নির্দেশ , তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবেশকর্মীরা।
সূত্রের খবর , গত কয়েকদিন আগে রিবীন্দ্র সরোবরে যজ্ঞ করতে চেয়ে কেএমডিএর কাছে অনুমতি চেয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু সেই আবেদন গ্রহণ করেনি কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি। এরপরই দিল্লির জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হয় ওই সংস্থা। মামলার রায়ে আদালত ওই সংস্থাকে যজ্ঞের অনুমতি দেয়। আদালতের পক্ষ থেকে বলা হয় , নিয়ম মেনে যজ্ঞ করলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এই নির্দেশের পরেই শুরু হয়েছে চরম বিতর্ক।
গত কয়েকবছর ধরেই যে কোনো রকমের ধর্মীয়-সাংস্কৃতিক সহ সমস্ত কর্মসূচিতে নিষেধাজ্ঞা রয়েছে জাতীয় পরিবেশ আদালতের। কোনো ধর্মের মানুষকেই সরোবরে কোনো আচার পালন করতে দেওয়া হয় না , শুধুমাত্র প্রাতঃভ্রমণের জন্য খোলা থাকে এই স্থান। তাই ওই সংস্থা কেএমডিএর কাছে আবেদনে জানায় , যজ্ঞের ধোঁয়া সম্পূর্ণ জীবাণুনাশক। মানুষের হৃৎপিন্ড স্বচ্ছ রাখে। এই ধোঁয়া পরিবেশবান্ধবও। শুধু তাই নয় , এই যুক্তির প্রেক্ষিতে তারা একাধিক গবেষণা পত্রও প্রদান করেছে। তবে সেসব কিছুই মানেনি কেএমডিএ।
তবে এই মামলার রায়কে তীব্র নিন্দা করে পরিবেশ কর্মী সুভাষ দত্ত জানান ,'২০১৭ সালের পর থেকে সরোবরে সমস্ত রকমের আচার-অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা জারি করেছে স্বয়ং জাতীয় পরিবেশ আদালত। এই রায় না মেনে কেউ কি করে যজ্ঞের আবেদন করলেন? এটা কেমন ধরণের মানসিকতা। পরিবেশ আগে নাকি যজ্ঞ আগে? আর যজ্ঞ করার জন্য সরোবরই কেন? আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হবো'।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক