নিজস্ব প্রতিনিধি, কলকাতা - শীতের আমেজ শেষ হতেই সাড়ম্বরে শুরু হতে চলেছে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০২২। এই মেলা ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এদিন বাংলা অ্যাকাডেমিতে সাংবাদিক সম্মেলন থেকে ঘোষণা করা হয়। এই মেলার ট্যাগ লাইন থাকছে প্রয়াত কবি শঙ্খ ঘোষের কবিতার লাইন “আমার জন্মের কোনও শেষ নেই”। করোনার অতিমারির কারণে গত দু'বছর বন্ধ ছিল এই মেলা। তবে এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আরও বড়ো আকারে এই মেলার উৎসব হবে।
বাংলা অ্যাকাডেমির সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আবুল বাশার সুবোধ সরকার, শ্রীজাত, প্রচেদ গুপ্ত, ত্রিদিপ চট্টোপাধ্যায়, সুধাংশ শেখর দে, অভিক মজুমদার, প্রসূন ভৌমিক,বাসুদেব ঘোষ ও শুভময় মন্ডল সহ এই উৎসব ও বাংলা অ্যাকাডেমি কমিটির বিভিন্ন বিখ্যাত সাহিত্যিকরা। এমনকি ২৩শে ফেব্রুয়ারি এই উৎসবের শুভ উদ্বোধন উপস্থিত থাকবেন কবি মৃদুল দাসগুপ্ত ও সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী।
এবছর মেলায় অংশগ্রহণ করবে ৩৪০ টি ছোট পত্র পত্রিকা ও ৩৩২ জন এই উৎসবে কবি কবিতা পাঠ করবে। পাশাপাশি মেলায় থাকছে ১০টি আলোচনা সভা যেখানে অংশগ্রহণ করবেন ৪৬৫ জন কবি, লেখক ও সাহিত্যিক। এমনকি এই মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে গগণেন্দ্র প্রদর্শনী শালায় শেষ দুই বছরে প্রয়াত কবি সাহিত্যিকদের নিয়ে বিশেষ প্রদর্শনী। এছাড়াও এই উৎসবে থাকছে আরও নতুন নতুন চমক ও বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।