নিজস্ব প্রতিনিধি , কলকাতা – উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাত প্রতিদিন খবরের শিরোনামে ।যার কারণে এই বিষয়ে হস্তক্ষেপ করেছে রাজ্যের শীর্ষ আদালত। এসবের মাঝেই ফের রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্যদের নিয়ে বৈঠক ডাকলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার বিকালে রাজভবনে ডাকা হয়েছে এই বৈঠক। এই বৈঠকে বাধ্যতামূলক ভাবে সকল উপাচার্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর , রাজ্য এবং রাজ্যপালের দ্বন্দ্ব অব্যাহত!এই উপাচার্য নিয়োগ নিয়ে নির্দেশ দিয়েছে রাজ্যের শীর্ষ আদালত।সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সার্চ কমিটি গড়ে তুলতে।তারপরেওএবার উপাচার্যদের নিয়ে পৃথক বৈঠক ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।রবিবার বিকেলে রাজভবনে ডাকা হয়েছে জরুরি বৈঠক।এবং এই বৈঠকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের উপস্থিত বাধ্যতামূলক। উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থার আবার খোঁজ নিতেই এই জরুরি বৈঠক হচ্ছে বলে খবর।
তবে রাজ্যপালের এই বৈঠক মেনে নিতে রাজি নন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংবাদমাধ্যমে বলেন, ‘রাজভবনে কবি বসে আছেন। এই কবি কামার বা কুমোরের নয়, এই কবি রাজার। দুটো দর্শনের লড়াই চলছে। একদল কুক্ষিগত করতে চাইছে। একদল বলতে চায়, আমি চালভাজা, আমিই মুড়ি। একটা সাদা হাতির মতো পদ রাখার কী যৌক্তিকতা আছে?’কবির মেয়াদ তো আর ৫-৬ মাস। যারা ডুডু ও তামাক খেলেন, আমি কি তাদের হুমকি দেব? আমি কি তাদের বলব এক মাঘে শীত যায় না?এখন কিছু উপাচার্য ডুডুও খেতে চাইছেন আবার তামাকও। তাদের হয়েই আমি লড়েছিলাম তখন।”
উল্লেখ্য , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর থেকে ফিরতেই রাজ্যপাল সিভি আনন্দ বোস আমেরিকা যাচ্ছেন। এক সপ্তাহের জন্য আমেরিকা যাচ্ছেন রাজ্যপালের। মার্কিন মুলুকের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন তিনি। আর তাতেই যোগ দিতে আমেরিকা পাড়ি দিচ্ছেন রাজ্যপাল। তবে আমেরিকায় থাকাকালীন রাজভবনের সঙ্গে টেলিফোন এবং সোশ্যাল মিডিয়া মারফত যোগাযোগ রাখবেন তিনি।