অমৃতবাজার এক্সক্লুসিভ, স্নেহা কুন্ডু - মাংস ভুনা খেতে কার না ভালো লাগে, আবার সেটা যদি হয় খাসির মাংস ভুনা তবে তো সেদিন প্লেটে আর একটা দানাও পড়ে থাকবে না। তাই রবিবারের ভোজ জমজমাট বানাতে গেলে খাসির মাংস ভুনা রেসিপি।
উপকরণ - খাসির মাংস ১ কেজি,পেঁয়াজ কুচি ১ কাপ,দারচিনি ৩ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৫টি, তেজপাতা ৩ টি আস্ত কাঁচা লঙ্কা ২-৩টি,আদা বাটা ১ টেবিল চামচ,রসুন বাটা ১ টেবিল চামচ,হলুদ ১ চা চামচ,জিরে গুঁড়ো দেড় চা চামচ,ধনে গুঁড়ো ১ চা চামচ,লঙ্কা গুঁড়ো ২ চা চামচ,গরম মশলা গুঁড়ো ১/৪ চা চামচ,লবণ স্বাদমতো,গরম জল পরিমাণ মতো,তেল ৪ টেবিল চামচ
পদ্ধতি - প্রথমে প্যানে তেল গরম দিয়ে এর মধ্যে একে একে আস্ত গরম মশলা ও পেঁয়াজকুচি দিয়ে দেবেন। পেঁয়াজ নরম হয়ে গেলে আদা বাটা ও রসুন বাটা দিয়ে সব একসঙ্গে ঘন ঘন নেড়ে দেবেন। এরপর এই মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরা, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দেবেন। অল্প অল্প জল দিয়ে মশলা বেশ সময় নিয়ে কষিয়ে নেবেন।জল শুকিয়ে মশলার ওপরে তেল উঠে এলে এতে খাসির মাংস দিয়ে দিন। গ্যাসের আঁচ এই সময় একটু বাড়িয়ে রাখুন। মাংস ঢেকে রান্না করে নেবেন। মাংস থেকে অনেক জল বের হয়ে এলে। এই জলেই মাংস অনেকখানি সেদ্ধ হয়ে যাবে।
মাংস মাঝে মাঝে নেড়ে দিয়ে যাতে নীচে না লেগে যায়। এরপর গাসের আঁচ মাঝারি করে রাখুন। মাংস আধা ঘণ্টারও বেশি সময় নিয়ে কষিয়ে রান্না করুন। মাংস যত সময় নিয়ে কষাবেন তত মাংসের টেস্ট বাড়বে। মাংসের জল পুরোপুরি শুকিয়ে তেল উপরে উঠে গেলে অল্প অল্প গরম জল যোগ করুন। মাংস মাঝে মাঝে নেড়ে দিন যাতে হাঁড়ির নীচে লেগে না যায়। মাংস কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এখন মাংস ভালোমতো কষানো হয়ে গেলে এতে পরিমাণমতো গরম জল দিয়ে ঢেকে দেবেন। মাংস সেদ্ধ হয়ে গ্রেভি ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দেবেন। মাংসের ওপর ২-৩টি আস্ত কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে মাংস কিছুক্ষণ ঢেকে রেখে দেবেন।সবশেষে খিচুড়ি, পরটা বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু খাসির মাংস ভুনা।
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বিজেপি বিধায়ক
ধৃতরা হল মনিরুল খান ও আব্দুল মজিদ খান
জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ২০ জন যাত্রী
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি , নতুন এসপি হিসেবে দায়িত্ব নেবেন ভাস্কর মুখোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগের দিনই ইস্তেহার প্রকাশ তৃণমূলের
দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট জেলে , ক্রমেই বিরোধীরা থাবা বসাচ্ছে বীরভূমে
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জেরে চলছে বোমা-গুলি , ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ভারতীয় সংবিধান ও অর্থনীতি ও সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ বিজ্ঞানের উত্তরপত্র
বেফাঁস মন্তব্যের জেরে এবার ফের নতুন করে আইনি নোটিস পেলেন সৌমিত্র
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে , বার্তা হাসিনার
রাশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পরেছে , দাবি হাসিনার
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল সাধারণ বিজ্ঞান ও General Intelligence & Reasoning এর উত্তরপত্র
একইমঞ্চে বিজেপি থেকেও সিপিএমে যোগ একাধিক কর্মীর
আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ