অমৃতবাজার এক্সক্লুসিভ - চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। বহুদিন ধরেই স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, যার ফলে প্রার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। করোনা আবহে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর মারফত স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ করার জন্য উদ্যোগী হতেই আশার আলো দেখছে চাকরি প্রার্থীরা।
করোনা পরিস্থিতিতে বহু মানুষ হারিয়েছেন জীবিকা। এমতাবস্তায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রাইমারী, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট ৫০ হাজার স্কুলে শিক্ষক নিয়োগের কথা জানানো হয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর, মেমো নাম্বার ৩৭৪(৫)/১(২৩)/৬৯৫৭ বিজ্ঞপ্তি অনুযায়ী, লাইবেরিয়ান, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের প্রার্থী নিয়োগ করা হবে। বিভিন্ন জেলা থেকে শূন্য পদের তালিকা শিক্ষাদপ্তর মারফত সার্ভিস কমিশনের কাছে পৌঁছালে দ্রুত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। যেহেতু বেশ কয়েক বছর পর প্রার্থী নিয়োগের পরিকল্পনা শুরু করেছে রাজ্য সরকার, আশা করা যায় বিশাল সংখ্যক শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে।
২০১২ এবং ২০১৬ সালের পর, ফের স্কুল শিক্ষা কমিশনে প্রার্থী নিয়োগ করার তোড়জোড় শুরু হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন জানিয়েছেন, একটি প্রিলি এবং একটি মেইন্স পরীক্ষা হবে। প্রিলি পরীক্ষায় জিকে, অঙ্ক, জিআই এবং মেইন্স পরীক্ষায় অঙ্ক এবং ইংরাজির ডেসক্রিভটিভ প্রশ্ন আসবে। পরীক্ষার্থীদের জন্য কম্পিউটার দক্ষতামূলক পরীক্ষা হবে। যেহেতু স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ প্রক্রিয়া পুরোপুরি তুলে দিয়েছে, সুতরাং শুধুমাত্র প্রিলি এবং মেইন্স পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হতে পারে প্রার্থী। গ্রুপ ডি -এর জন্য অষ্টম শ্রেণী পাশ, গ্রুপ সি -এর জন্য মাধ্যমিক পাশ এবং লাইবেরিয়ানের জন্য 'ব্যাচেলর অফ লাইবেরিয়ান' পাশ আবশ্যিক।