নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রেল কলোনির অধীনস্থ বাসিন্দাদের এবারে জমি খালি করার নির্দেশিকা জারি করল রেল কর্তৃপক্ষ। বিগত ৪০ থেকে ৪৫ বৎসর ধরে ঠিক একই জমিতে থাকা সত্ত্বেও আচমকাই রেল কর্তৃপক্ষের তরফে নোটিশকে ঘিরে তীব্র চাঞ্চল্য ও বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের। এই ঘটনাটি ঘটেছে শিয়ালদহ স্টেশন নিকটস্থ হাসনাবাদ এলাকায় সন্ডালিয়া স্টেশন সংলগ্ন এলাকায়। গতকাল রেল কর্তৃপক্ষের দেওয়া নোটিসের ভিত্তিতে আজ তীব্র বিক্ষোভ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে , গতকাল রেল কর্তৃপক্ষ আচমকাই একটি নোটিশ জারি করেন। রেল কলোনি থেকে তাদের অন্যত্র চলে যাওয়ার বিষয়ে। এমনকি সাত দিনের মধ্যে ঘরবাড়ির জমি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয় নোটিসে। এই এলাকায় প্রায় ৪০০ টি পরিবারের বসবাস।এরপরই এর পরিপ্রেক্ষিতে আজ তীব্র উত্তেজিত হয়ে ওঠে জনতা।
আজ সকাল থেকেই স্থানীয় কয়েক হাজার মানুষ ঐক্যবদ্ধভাবে স্টেশন মাস্টারের ঘরের বাইরে দাঁড়িয়ে নির্দেশিকা প্রত্যাহারের দাবি তুলে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।একের পর এক বিক্ষোভকারী তাদের এই বিক্ষোভ সামিল হচ্ছেন। ক্রমাগত স্টেশন চত্বর এলাকা রণক্ষেত্রে মোড় নিচ্ছে। মহিলা ,পুরুষ ,শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত ৪০ থেকে ৪৫ বছর ধরে তারা রেল অধ্যুষিত সেই এলাকায় বসবাস করছেন। একজন ভারতীয় নাগরিক হিসেবে ঠিক যেই কাগজপত্র দরকার, সমগ্র বৈধ নথিপত্র তাদের সকলের কাছে রয়েছে ।আগামী সাত দিনের মধ্যে তারা কোনোভাবেই তাদের ভিটেমাটি ছেড়ে অন্যত্র যাবে না।
এই দাবি তুলেই আজ স্টেশন মাস্টারকে ঘিরে তীব্র বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। যতক্ষণ পর্যন্ত তাদের এই নির্দেশিকা প্রত্যাহার না করা হয় ততক্ষণ তারা বিক্ষোভে শামিল থাকবেন বলে কড়া গলায় জবাব দিয়েছেন তারা।
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত