চিত্তরঞ্জনে রেলের বিরুদ্ধে বিনা নোটিশ উচ্ছেদের অভিযোগ , রাস্তা অবরোধে করে বিক্ষোভ গৃহহীনদের

সেপ্টেম্বর ০৬, ২০২২ দুপুর ০৪:১৫ IST
63171488ea642_IMG_20220906_150401

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - রেলের জমি থেকে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ নিয়ে উত্তপ্ত চিত্তরঞ্জন রেল শহর।রেলের এই উচ্ছেদের ঘটনায় প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।স্থানীয় বাসিন্দাদের দাবি না মানলে রেলকে লাগাতার পথ অবরোধের ধমকিও দেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে , বিগত কয়েকদিন ধরে আসানসোলের চিত্তরঞ্জন রেল শহরে রেলের জমি দখল করে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান চালু করেছে রেল প্রশাসন।এই অভিযানের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা চিত্তরঞ্জন শহর ঢোকার আগে রাঁচিমোড়ে পথ অবরোধ শুরু করে।তবে এই অবরোধে শুধু মাত্র রেলের যানবাহন আটকে রেখেই পথ অবরোধ করা হয়।সাধারণমানুষদের যাতে কোনোরকম অসুবিধে না হয় সেই জন্য বাস ও চারচাকা গাড়ি ছেড়ে দেওয়া হয়।এই ঘটনায় শোরগোল ছড়ায় গোটা এলাকায়।

এপ্রসঙ্গে একজন স্থানীয় বাসিন্দা সুভাষ পাল জানিয়েছেন,"আমাদের রেল শহর যখন থেকে তৈরী বনগাঁ তখন থেকেই অনেক কন্ট্রাকটার বা দিনমজুর যারা আছে চিত্তরঞ্জনে চাকরি করেছে বা রিটায়ার হয়ে গেছে তারা অনেকেই দোকানপাট করে রেল শহরের মধ্যেই ছোটছোট ঝুপড়ি করে বসবাস করছে।কিছুদিন ধরেই আমাদের রেল শহরে ভাঙাভাঙি কন্টিনিউ চলছে।তার প্রতিবাদেই আমাদের এই অবরোধ।এর আগে আমরা কন্টিনিউ বন্ধ করার অনুরোধ করি।তখন রেল রাজি হয়েছিল।কিন্তু পরবর্তীতে আমরা আবার দেখি ঘরবাড়ি দোকানপাট ভেঙে দিচ্ছে।এমন করলে গরীব মানুষ গুলো কোথায় যাবে ভেবেও দেখছে না।"

এছাড়াও তিনি আরও জানিয়েছেন,"যেখানে চাকরি নেই।আমাদের চিত্তরঞ্জনকে চক্রান্ত করে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে।সেই সময়েই মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনকে রুখে দেওয়ার জন্য এরা ঘরবাড়ি,দোকানপাট ভেঙে দিতে চায়।এই প্রতিবাদে আমরা আজ রাস্তা অবরোধ করলাম।শুধু সাধারণ মানুষের অসুবিধা না করে রেলের যানবাহন ও যেই মালপত্র গুলি যাওয়া আসা করে সেগুলির জন্য পথ অবরোধ করলাম।আমাদের দাবি উচ্ছেদ করা যাবেনা।যদি উচ্ছেদ করা হয় সংবিধানের মধ্যে দিয়ে মানুষের অসুবিধে দেখে ব্যবস্থা যেন নেওয়া হয়।আমাদের দাবি না মানলে পরবর্তীকালে এরকম পথ অবরোধ আমরা লাগাতার করবো।"

ভিডিয়ো

Kitchen accessories online