নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দিন দিন বেড়ে চলেছে করোনার ভয়াবহতা। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের নতুন পদক্ষেপ গ্রহণ।
বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা এই ৪ রাজ্য থেকে কলকাতায় আসা যাত্রীদের জন্য নতুন নিয়ম সংযোজন করা হয়েছে। বিমান যাত্রীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন নিয়ম চালু হল। রাজ্য সরকার জানিয়েছেন, বিমানযাত্রার ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করাতে হবে। আরটিপিসিআর পরীক্ষা করিয়ে, সঙ্গে রাখতে হবে রিপোর্ট।