নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - হিন্দু বিবাহের পুরাতনরীতি ভেঙে মহিলা পুরোহিতের পৌরহিত্যে বৈদিক মতে বিয়ে করে তাক লাগলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অন্তর্গত বিকিহাট গ্রামের এক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী। কলকাতা শহরে এই ধরনের বিয়ে আগেও অনুষ্ঠিত হলেও কাটোয়ার বিকিহাট গ্রামে প্রথম এইধরণের বিবাহ সম্পন্ন হলো। মহিলা পুরোহিতের উপস্থিতিতে সাদা বেনারসি, ফুলের মালায় সেজে চিরাচরিত প্রচলন ভেঙে গ্রামবাসীদের তাক লাগলেন গবেষক ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে , ছোটবেলা থেকেই প্রতিবাদী গোছের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী সোমাশ্রী বিশ্বাস। বিয়ের শাস্ত্রীয় প্রথা তথা সিঁদুর দান, কন্যাদান এসব কখনোই পছন্দ ছিলনা তার। তাই সোমাশ্রী বিশ্বাস এবং ইচ্ছেকে মর্যাদা দিতেই রোহিণী, সঞ্চারী ও ধৃতি নামক তিন নারী পুরোহিতের পৌরহিত্যে বৈদিক মতে বিশ্বজিৎ জানার সঙ্গে বিবাহ সম্পন্ন হয় সোমাশ্রী বিশ্বাসের। বিবাহের মূল আকর্ষণ ছিল সিঁদুর দান প্রথা বাতিল হওয়া। যেখানে বিয়েতে সিঁদুর দান অপরিহার্য অংশ সেখানে প্রচলিত ছক ভেঙে সোমাশ্রী বিশ্বাসের সিঁথিতে সিঁদুর না পরিয়ে কপালে সিঁদুরের চিহ্ন একে দেয় বিশ্বজিৎ জানা। এরপর সেই সিঁদুরের ছোঁয়া সোমাশ্রী তার স্বামী বিশ্বজিৎ জানার কপালে ছুঁইয়ে দেয়।
এইধরনের বিয়ে গ্রামবাসীরা দেখতে অভ্যস্ত না হওয়ায় প্রথমে তাদের বুঝতে সময় লাগলেও পরে তারাও বিষয়টি বোঝে এবং সকলের উপস্থিতিতেই বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পৌরহিত্যের দায়িত্বে থাকা রোহিনী ধর্মপাল বলেন," যে কোনও কাজ যে কেউ করতে পারে। আমরা যেখানে বিয়ে দিতে যাই সেখানে কন্যাদান আর সিঁদুর দান অনুষ্ঠান হয় না। সিঁদুরদানের মধ্য দিয়ে একটি নারীকে চিহ্নিত করার দিন শেষ হোক। সিঁদুর দান ও কন্যাদান প্রথার বিরুদ্ধে আওয়াজ তুলে সোমাশ্রী ভাল কাজ করেছে। নারী স্বাধীনতার অসাধারণ দৃষ্টান্ত হল সোমাশ্রীর এই বিয়ে। বৈদিক যুগে অনেক মহীয়সী নারী ঋষির কথা আমরা শুনেছি-অপালা, ঘোষা,লোপামুদ্রা,শাশ্বতী। ঋকবেদে কন্যাদান ছাড়া বিয়ের উল্লেখ আমরা পেয়েছি। নারী ঋষিদের উচ্চারিত বৈদিক মন্ত্রে অনেক যজ্ঞ সমাপিত হয়েছে এমন নজির পাওয়া যায়।"
উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সোশ্যাল সিকিওরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদে ২৮৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
আগামী ৩০ দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ
ডরো মাত স্লোগান তুলে অভিযান , পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত রাজভবন চত্বর
দুর্নীতিটাই তৃণমূলের কাছে নীতি , কটাক্ষ বিজেপি-সিপিএমের
লন্ডনে গুজরাতিদের মারার হুমকি খালিস্তানিদের
পরীক্ষার্থীদের সঙ্গে যুক্ত অবিভাবকও , গ্রেফতার ১
আগামী ৩১শে মার্চ থেকে শুরু আইপিএল
পাপ খন্ডাতে পুরীতে গেছে মুখ্যমন্ত্রী , বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই , আসলে মমতা বন্দ্যোপাধায় এই ষড়যন্ত্রের মূল , দাবি শুভেন্দুর
করোনার পর ১৬তম সংস্করণে ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট
শৌচালয়ের টেন্ডার ঘিরে বচসা , রণক্ষেত্র চন্দ্রকোণা