নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - বর্তমানে বলিউডে প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম রণবীর কাপুর। অসাধারণ অভিনয় দক্ষতা ও ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র', যার হাত ধরে দীর্ঘ প্রতীক্ষার পর বক্স অফিসের লাভের মুখ দেখেছে বলিউড।
এরই মাঝে আজ রণবীরের জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় ভরলো সোশ্যাল মিডিয়া। ১৯৮২ সালের ২৮ সেপ্টেম্বর হিন্দি সিনেমা জগতের জনপ্রিয় কাপুর পরিবারের জন্মেছিলেন তিনি। আজ অভিনেতার জন্মদিনে তাকে ভালোবাসায় ভরালেন বলিউড তারকারাও।
গোটা বি টাউন জুড়ে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সকলেই, নীতু কাপুর থেকে শুরু করে অর্জুন কাপুর পর্যন্ত কেউ বাদ পরেননি সেই তালিকা থেকে। বলিউডের গ্ল্যামার কুইন করিনা কাপুর খান 'লিভইং লেজেন্ড' বলে উল্লেখ করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রণবীরকে। পাশাপাশি করিশমা কাপুরও পোস্ট করেছেন তাদের একটি থ্রোব্যাক ছবি যেখানে ছোট রণবীরের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রীকে। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি।
রণবীর কাপুরের উদ্দেশ্যে একটি মিষ্টি শুভেচ্ছা বার্তা লিখে অনুরাগীদের নজর কেড়েছেন অভিনেতা অর্জুন কাপুরও। দুজনের একটি ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন,' তোমাকে ৪০ বছর ধরে কোলে করে বড় করলাম, আর আজ তুমি আগুন হয়ে গিয়েছো। তোমার জন্য আমি গর্বিত।' পাশাপাশি করণ জোহারও রণবীরের উদ্দেশ্যে ভালোবাসা ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
২০০৭ সালে সঞ্জয় লীলা বনসালি পরিচালিত 'সাওয়ারিয়া' ছবিতে সোনাম কাপুরের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন রণবীর কাপুর। এরপর একে একে 'রকস্টার', 'বরফি'-র মতো ক্লাসিক ছবির মাধ্যমে বলিউডে নিজের পাকা স্থান তৈরি করে নিয়েছেন তিনি।
পরবর্তীতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিমেল' ও 'লাভ রঞ্জন পরিচালিত ছবিতেও অভিনয় করতে দেখা যেতে চলেছে রণবীর কাপুরকে।
নিলর্জ্জ , বিপর্যয়ের সময় মুখে হাসি থাকে কি করে , দিব্যাঙ্কাকে তীব্র কটাক্ষ নেটিজেনদের
জীবনের শেষ দিন পর্যন্ত নারীত্বের জয়গানকে রুপোলি পর্দায় তুলে ধরার চেষ্টা চালিয়ে গিয়েছেন প্রদীপ সরকার
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত
প্রথমবার একসঙ্গে একটি ফটোশ্যুটে অংশ নিলেন জয়া-স্বস্তিকা
আরো কিছু মাইল দূরে হেঁটে যাও , সেখানে কখনও ভিড় হয় না , একাকীত্বের বার্তা মীনাক্ষির
মৃত্যুকালে বাঙালি পরিচালক প্রদীপ সরকারের বয়স হয়েছিল ৬৭ বছর
জেনে নিন অনিয়মিত পিরিয়ড রুখতে কোন কোন যোগাসন করবেন
বাবার অনুপস্থিতির সুযোগে গায়েব লক্ষাধিক টাকা
ইডি-সিবিআইয়ের ডাক ছাড়াই ৫০ বছর পর , অনেক সুন্দর জীবন কাটাচ্ছি , দাবি শ্রীলেখার
প্রত্যেকেরই জীবনের গল্প থাকে , হয়ত তারা সেগুলি প্রকাশ্যে বলেন না , আমি বলছি , যাতে সেটা থেকে কেউ শিখতে পারেন , দাবি অভিনেত্রীর
টি আর পির দশম স্থানে এক্কা দোক্কা
সলমন খানের কলকাতার শো স্থগিত হয়ে গেলও বাতিল হয়নি , দাবি অর্গানাইজারদের
ডাক্তার হতে চেয়ে পরীক্ষায় ফেল , সিদ্ধান্ত বদল করে বলিউডে ১৬ বছর বয়সে পা রেখেছিলেন কঙ্গনা
গায়ক মাইলি সাইরাসের সঙ্গে অবন্তিকা মালিকের ইনস্টা স্টোরি ঘিরে তীব্র জল্পনা
পয়সাওয়ালা হতে হবে আর আমি স্ট্রাগলার চাই না , সোজা দাবি শ্রীলেখার