তাপস কুমার দত্ত , উত্তর ২৪ পরগণা - আজ পরিবেশ নিয়ে ভাববার সময় এসেছে । পরিবেশ নিয়ে সবাইকেই ভাবতে হবে । পরিবেশ যতো নির্মল ও সবুজ হবে ততই ভালো । সবুজ গাছের মধ্যেই লুকিয়ে আছে আমাদের প্রান ভ্রমরা ।
কারন সবজ গাছই একমাত্র আছে যারা পরিবেশে নির্মল অক্সিজেন নির্গমনের মাধ্যমে পরিবেশকে করে তোলে সুন্দর ও সবুজ । আজ গাছ আমাদের পরিবেশে খুবই প্রয়োজন হয়ে পড়েছে । গাছ ছাড়া আমাদের অস্ত্বিত্বই বিপন্ন হয়ে পড়বে । তাইতো আমরা বলি আরও গাছ আরও প্রাণ।
আজ সমাজের সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে হবে গাছ লাগানোর যজ্ঞে । গাছ লাগানোর মাধ্যমেই আমরা রেখে যাবো ভবিষ্যতের শিশুটির সুস্থ ও সবল ভাবে বেঁচে থাকার পরিবেশ । তাই আর দেরি না করে সবাই মিলে আমরা এই যজ্ঞে সামিল হই । সমাজের অনেক মানুষই আছেন যারা এই যজ্ঞে নিজেকে নিয়োজিত করেছেন ।
আজ আমি সেরকমই একজন মানুষের কথা বলবো যিনি সকাল বিকাল গাছ লাগিয়ে পরিবেশ আরো সুন্দর বানানোর জন্য নিজের মন প্রান সপে দিয়েছেন নিঃস্বার্থ ভাবে । তিনি আমাদের উত্তর ২৪ পরগণার হালিশহর বিপিন বিহারী গাঙ্গুলী সরণী নিবাসী রঞ্জিত দে মহাশয় । বয়সে ওনার ৪১ বছর । গাছ নিয়ে পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলেছেন । তার এই কর্মকান্ড ২০১১ সালের আগে থেকে করে চলেছেন । তার সংস্থার নাম হলো “সবুজ সংকল্প “।
রঞ্জিত দে মহাশয়কে গাছ লাগানোর ব্যাপারে কেউ ফোন করলে এক ডাকে তিনি গাছ নিয়ে হাজির হয়ে যান । কোনো রক্তদান উৎসব, অন্নপ্রাসন, শ্রাদ্ধ অনুষ্ঠানে, জন্মদিনে হাজির হয়ে আনন্দের সাথে গাছ দিয়ে আসেন । এই গাছ দেওয়ার মাধ্যমে দিনটাকেও সুন্দর করে স্মরন করা যায় । তার সঙ্গে একটা করে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ হয়ে উঠে সুন্দর ।
আজকের যুগে এমন একজন ব্যক্তি নিশের শত কষ্টের মধ্যেও নিজের রোজগার করা টাকাতে গাছ কিনে সবাইকে বিলিয়ে দেন গাছ লাগানোর জন্য । রঞ্জিত বাবু আপনার এই কাজকে আমরা কুর্নিশ জানাই । তার এই কর্মকান্ড শুধু হালিশহর জুড়ে নয়, আজ হালিশহর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পরেছে ।
আপনার মতো মানুষকে দেখে আরও মানুষজন এই কাজে এগিয়ে আসলে আমাদের পরিবেশটা দারুন সুন্দর হয়ে যাবে । গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ হবে দূষণমুক্ত । আমরা সবাই সুস্থ ভাবে বাঁচতে পারবো । সমাজের সব স্তরের মানুষেরা যদি রঞ্জিত বাবুদের মতো মানুষদের পাশে এসে তাদের বাহু দুটি বাড়িয়ে দেন তবে রঞ্জিত বাবুদের মতো মানুষের আরও উৎসাহিত হবেন ।
পরিবেশে অনেক গাছ থাকলে সেখানে ফুল হবে ফল হবে পাখিদের কলরব শোনা যাবে । আমাদের ক্রংক্রিটের উন্নয়নের মাধ্যমে সবুজকে ধ্বংস করে আমাদের পরিবেশের অনেক ক্ষতি করেছি । এটা আর বেশি দিন করা যাবেনা । সবাই গাছ লাগান ও জলাভুমি সংরক্ষন করুন ।
সব শেষে বলবো রঞ্জিত বাবুর মতো মানুষেরা দীর্ঘজীবী হওন । তাদের মতো মানুষরা যদি সমাজে না থাকে তবে আমাদের এই সুন্দর পরিবেশকে রক্ষা করা বড়ই মুসকিল । রঞ্জিত বাবুর সবুজ সংকল্প আমাদের মধ্যে সব সময়ের জন্য বিরাজ করুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি ।
আপনি আপনার লক্ষ্যে এগিয়ে চলুন । আপনার এই কাজের গতিধারা আগামী সামনের দিকে এগিয়ে চলুক । আপনার এই সংকল্প কোনোদিন বীথা যাবেনা, আপনি ঠিক একদিন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন এটাই মহান ঈশ্বরের কাছো প্রার্থনা করি । আপনি খুব ভালো থাকুন আর নিজের কাজ মনের আনন্দে করতে থাকুন ।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে