সংযুক্ত মোর্চার প্রার্থীর সমর্থনে রোড-শো বিমান বসুর

এপ্রিল ১৪, ২০২১ বিকাল ০৭:৪৬ IST
6076f330b380e_WhatsApp Image 2021-04-14 at 19.00.30

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব কামারহাটি বিধানসভা কেন্দ্রে। তার আগে এই বিধানসভার সংযুক্ত মোর্চার সমর্থিত সিপিআইএম প্রার্থী সায়নদ্ধীপ মিত্রের সমর্থনে রোড শো-তে যোগ দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। 

বুধবার এক ঝাঁক কর্মী-সমর্থকদের নিয়ে কামারহাটি রথ তলা মোড় থেকে শুরু করে কামারহাটির বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে রোড শো-র মাধ্যমে প্রচার চালালেন বিমান বসু ও প্রার্থী সায়নদ্ধীপ মিত্র।

প্রসঙ্গত, এই বিধানসভা কেন্দ্র থেকে বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র, বিজেপি প্রার্থী অনিন্দ্য বন্দোপাধ্যায় ও সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সায়নদ্ধীপ মিত্র। 

ভিডিয়ো

Kitchen accessories online