নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর - দলীয় প্রার্থীদের সমর্থনে পশ্চিম মেদিনীপুরে রোড শো করছে অমিত শা। পশ্চিম মেদিনীপুরের কোরানিটোলা থেকে গোলকুঁয়াচক পর্যন্ত রোড শো করছেন তিনি।
সুশোভিত সজ্জিত ট্যাবলোতে রয়েছেন অমিত শা ও সঙ্গে রয়েছেন একাধিক দলীয় প্রার্থী, সঙ্গে রয়েছেন রাজ্য স্তরের বিজেপি নেতৃত্ব।