অমৃতবাজার এক্সক্লুসিভ, স্নেহা কুন্ডু - মেয়েদের কাছে নখ খুবই শখের অঙ্গ। বর্তমানে এই নখের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য মেয়েরা প্রচুর টাকা ব্যায় করতে রাজি রয়েছে। ঘরোয়া উপায়েই আপনি নিজেদের নখকে সুস্থ রাখতে ব্যবহার করতে পারেন রসুন। রসুনের প্রতিটি কোয়ায় থাকে ব্যাক্টিরিয়া প্রতিরোধের ক্ষমতা ফলে নখের কোনও সমস্যা দুর করতে রসুন খুবই কার্যকরী।
পদ্ধতি - প্রথমে দুই কোয়া রসুন ভালো করে বেটে নিতে হবে। সেই রসুন বাটা কিছু ক্ষণ লাগিয়ে রাখতে হবে প্রতিটি আঙুলের নখগুলোর উপরে। নখের কোণে ভালো ভাবে রসুনের রস যাতে পৌছায় সেই ভাবে নখের উপর বাটা রসুন লাগিয়ে মাসাজ করতে হবে। এই ভাবে ১০ মিনিট রেখে দিতে হবে। ১০ মিনিট হয়ে এলে নখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে হালকা উষ্ণ গরম জল দিয়ে।
আপনারা এই জলের মধ্যে সুগন্ধি বডি ওয়াশ বা শ্যাম্পুও ব্যবহার করতে পারেন তবে রসুনের যে গন্ধ হয় তা চলে যাবে। নিয়মিত ব্যবহারের পর আপনি দেখবেন আপনাদের শখের নখ পরিষ্কার ও সুস্থ থাকবে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।