নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - ভোট গণনা পর্ব শেষেই রুদ্রমূর্তি ধারণ করলেন খোদ রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জের বিডিও অফিসে ঢুকে রীতিমতো বিডিওর ওপর আঙ্গুল তুলে টেবিল ভেঙ্গে দিয়ে দাপট দেখালেন দেবশ্রী। মূলত ভোটে কারচুপির অভিযোগ তুলেই ক্রুদ্ধ হয়েছেন দেবশ্রী চৌধুরী। ইতিমধ্যেই এই ঘটনায় আতঙ্কিত বিডিওকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেছেন কর্মীরা। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন সকালে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল করে বিডিও অফিসে হামলা চালায়। অভিযোগ , দেবশ্রী রায় আঙুল দেখিয়ে তার কর্মী সমর্থকদের মাধ্যমে বিডিও অফিসে ঢুকে রীতিমতো বিডিওকে লক্ষ্য করে ছুড়ে মারে একাধিক বস্তু। এদিকে আতঙ্কিত হয়ে পরেন বিডিও। এর পরবর্তীতে বিডিও অফিসের এক কর্মী গিয়ে বিডিওকে আগলে ধরে প্রাণে রক্ষা করেন।
এমনকি পুলিশের সামনেই সমগ্র ঘটনা ঘটেছে বলেও অভিযোগ। যদিও এ ঘটনায় পুলিশ পরবর্তীতে বিজেপির সংসদ ও তাদের মিছিলকে বের করে দেয়। এদিকে এই ঘটনায় প্রবল আতঙ্কিত হয়ে পড়েন ভিডিও তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয় অন্যান্য কর্মীদের। এ ঘটনায় তীব্র নিন্দা করেছেন তৃণমূল । তাদের দাবি , বিজেপি নিজেদের হার কোনভাবেই মানতে পারেন না , তাই সমস্ত দোষ এবারে বিডিওর ঘাড়ে চাপাতে চাইছে।
এদিকে পুলিশের নির্দেশে বিজেপি সাংসদ বেরিয়ে আসতেই হাউ হাউ করে কেঁদে ফেলেন।এই বিষয়ে বিজেপি সংসদ দেবশ্রী রায় জানিয়েছেন , " সাধারণ মানুষের মনোভাব নিয়ে খেলছে বিডিও। মানুষ পথে বসে কাঁদছেন আর বিডিও কারচুপি করে ভুয়ো সার্টিফিকেট দিচ্ছেন। নানা রকমের ছল করে তৃণমূলের স্বার্থেই এই ভোট গণনার সামিল হয়েছেন বিডিও। এদিন তারই প্রতিবাদ করেছেন তিনি।"
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে