নিজস্ব প্রতিনিধি, কলকাতা - পয়লা বৈশাখে উপহার হিসেবে দুর্গা পুজোর স্বাদ নিয়ে হাজির 'রূপকথার রেডিও'। ছবিটি পরিচালনা করেছেন সায়ন দাশগুপ্ত।
ছবিটির মূল ভূমিকায় দেখা যাবে, বিশ্বনাথ বসু(ভবতোষ), লামা হালদার(রুদ্র), সুজাতা দাউ(শিবানী), সমীর বিশ্বাস(হরিবাধব চৌধুরী), চৈতালি দত্ত বর্মন(দোলা চৌধুরী) সহ আরও একাধিক' কলা-কুশলীদের কে।
ছবিটি যথাযথ প্রেম-থ্রিলার কিংবা অ্যাকশনের গল্প থেকে একটু আলাদা। গল্পটি উত্তর কলকাতার একটি চৌধুরী পরিবারকে ঘিরে। এই পরিবারের ভীত এদের পৈতৃক বাড়িটিকে ঘিরে,যা এই পরিবারের মানুষকে সুখ-দুঃখ-আনন্দে সব সময় সাথে রেখেছে। সামনেই দুর্গা পুজো। আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ এক আগান্তুকের হস্তক্ষেপে এই পরিবার হারাতে বসেছে তাদের বাড়ি। কে বাঁচাবে তাদের এই বিপদের হাত থেকে? চৌধুরী পরিবার কি পারবে এই বছরের দুর্গা পুজো তাদের পৈতৃক বাড়িতে কাটাতে?
জানতে হলে অবশ্যই দেখতে হবে 'রূপকথার রেডিও'।
এই সিরিজটির ট্রেলার ১৩ এপ্রিল OTT প্ল্যাটফর্মে(KLIKK) রিলিজ হয়েছে।
তবে পরিচালক ও কলাকুশলীদের আশা,সম্ভবত ছবিটি দুর্গা পুজোর ছবিটির মুক্তি হবে।তাই নতুন স্বাদের এই ছবিটির জন্য দর্শককূলকে আপাতত আরও কয়েকটা মাস অপেক্ষায় থাকতে হবে।