অমৃতবাজার এক্সক্লুসিভ - করোনার জন্য বর্তমানে অফিসের মিটিং, স্কুল কলেজের ক্লাস সবকিছুই হচ্ছে ভার্চুয়ালি। তাহলে বিয়ে কেন নয়? এবার এরকমই এক অবাক করা আশ্চর্য বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে পূর্ব বর্ধমানের মেমারি পাল্লা রোডের বাসিন্দা পাত্র সন্দীপন সরকার ও বর্ধমান নিবাসী পাত্রী অদিতি দাসের আত্মীয়রা।
পাত্র সন্দীপন সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোনার প্রথম ঢেউয়ের সময় থেকে গোটা বিশ্বের সঙ্গে ভারতেও ভার্চুয়াল মাধ্যমে সমস্ত কাজ শুরু হয়। এমনকি দেশ তথা রাজ্যের মন্ত্রীরাও ভার্চুয়াল মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ বৈঠক করেন।বর্তমানে করোনার তৃতীয় ঢেউতে যেভাবে রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছে , তাতে শারীরিক দুরত্ব বিধি বজায় রাখা একান্তই প্রয়োজনীয়।
তিনি জানান, চলতি মাসের ২-১৪ তারিখ পর্যন্ত সেও করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। তাই তিনি চান না তার পরিবারের কোন সদস্য করোনা আক্রান্ত হোক। সেই কারণেই তিনি করোনার এরকম ভয়াবহ পরিস্থিতিতে ভার্চুয়ালি নিমন্ত্রিতদের বিয়ে দেখানোর ব্যাবস্থা করেছেন। আর জোম্যাটো ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে সমস্ত নিমন্ত্রিতদের বাড়ি পৌঁছে যাবে খাবার।
বিয়ের উপহার প্রসঙ্গে পাত্র বলেন, তারা যদি খাবার অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেন, তাহলে অতিথিরাও ফ্লিপকার্টের মাধ্যমে উপহার পাঠাতে পারেন। কিংবা গুগুল পে, ফোন পে'র মাধ্যমে টাকা পাঠিয়ে দিতে পারেন।
সন্দীপন সরকার জানিয়েছেন, কিছুদিন আগেই তিনি মজার ছলে ফেসবুকে এই ভার্চুয়াল বিয়ের কথা পোস্ট করেছিলেন। তার ফেসবুকের সেই পোস্ট দেখে জোম্যাটো কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে খাবার পৌঁছনোর দায়িত্ব নিতে চায়। তারপরেই তিনি বিষয়টি গুরুত্ব দেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন। কিন্তু প্রথমে তারা রাজি না হলেও পড়ে অবশ্য এই ভার্চুয়াল বিয়ে মেনে নেন।
তিনি জানান, ২৪শে জানুয়ারি তাদের দুই বাড়ির মোট নিমন্ত্রিতদের সংখ্যা ৪৫০। তার মধ্যে দুই বাড়ির ৫০ জন করে মোট ১০০ জন সরাসরি নিমন্ত্রিত উপস্থিত থাকবে বিয়ের আসরে। কিন্তু বাকি ৩৫০ জনকে বিয়ের অনুষ্ঠান শুরুর আগে গুগল মিটের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে।তারপর প্রত্যেক নিমন্ত্রিতদের বাড়ি জোম্যাটোর মাধ্যমে খাবার পৌঁছে যাবে।
এছাড়াও তিনি জানান, ব্যাঙ্গালোরে তার এক ভাই থাকে। তার কাছেও যেমন খাবার পৌঁছবে, ঠিক তেমনই কলকাতাতেও তার কিছু বন্ধুরা থাকে তাদের কাছেও পৌঁছে যাবে খাবার।
এছাড়াও বর্ধমানেও তার যেসমস্ত আত্মীয় কিংবা বন্ধুরা রয়েছে, তাদের বাড়ি বাড়িও পৌঁছে যাবে জোম্যাটোর ডেলিভারি বয়। আর এই গোটা বিয়ের দায়িত্ব সামলাবে সাতজন ডেলিভারি বয়।
বর্ধমান নিবাসী পাত্রী অদিতি দাস জানিয়েছেন, প্রথমে সন্দীপনের এই প্রস্তাবে রাজি না হলেও পরবর্তীতে এটাই সঠিক মনে হয়। এইভাবে ভার্চুয়ালি যদি বিয়ে হয় তাহলে করোনার এরকম ভয়াবহ পরিস্থিতিতে পরিবার এবং আত্মীয় স্বজনদের কোন ক্ষতি হবে না। তিনি মনে করছেন তাদের এই অভিনব বিয়ে নতুন প্রজন্মের কাছে একটা ট্রেন্ড সেট করে দেবে। তাদের দেখে অনেকেই নিজেদের বিয়ের অনুষ্ঠান এইভাবে সম্পন্ন করতে চাইবেন।
সিওএর অন্যতম সদস্য ভাস্কর গঙ্গোপাধ্যায়
ভাইচুংয়ের কথাতেই সায় দিলেন মেহতাব হোসেন
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
নতুন আলো আমাদের জীবনে এক অনন্য ছায়া যোগ করতে চলেছে, পোস্ট অভিনেত্রীর
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য