নিজস্ব প্রতিনিধি, চেন্নাই - জেতা ম্যাচ হেরে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। কার্যত শাহবাজ আহমেদের বোলিং-এর কাছে বিধ্বস্ত হায়দ্রাবাদের মিডল ওর্ডার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২ ম্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষে পৌঁছে গেল।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে গিয়েছিল আরসিবি। করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে দলে ফেরা দেবদত্ত পাড়িক্কল ফিরে যান ১১ রান করেই। পরবর্তী ব্যাটসম্যান শাহবাজ ভালো শুরু করলেও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। এই অবস্থায় হাল ধরার কথা ছিল আরসিবি আধিনায়ক বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েলের।
IPL- এ ‘ব্যর্থ’ তকমা পাওয়া ম্যাক্সওয়েল এই ম্যাচেও চোখে আঙুল দিয়ে সমালোচকদের জবাব দিলেন। একদিকে তিনি ধরে রাখায় উল্টোদিকে মেরে খেলার চেষ্টা করছিলেন বিরাট। আর সেটাই ভুল হয়ে যায় তাঁর। জেসন হোল্ডারের বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন।
আগের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের ডিভিলিয়ার্সও ব্যর্থ হন। ৫ বলে মাত্র ১ রান করে ফিরে যান তিনি। ম্যাক্সওয়েল একাই দায়িত্ব নিয়ে ভালো ভাবেই সামলালেন। উল্টোদিকে সঙ্গী হিসেবে কাউকে না পেলেও মাথা ঠান্ডা রেখে ৪১ বলে ৫৯ রানের ইনিংস খেলে গেলেন। তবু দেড়শোর গন্ডি পেরোতে পারল না আরসিবি। ১৪৯/৮-এ শেষ হল ইনিংস।
হায়দ্রাবাদের হয়ে ওপেন করতে নেমে হতাশ করলেন ঋদ্ধিমান সাহা। গত বারের ফর্মের ধারে কাছে এ বার নেই তিনি। ১ রানের মাথায় তিনি ফেরার পর কমলা-বাহিনীর হাল ধরেন সেই হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সঙ্গী হিসেবে পান মণীশ পান্ডেকে। দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে যোগ করেন ৮৩ রান। কিন্তু ওয়ার্নার ৫৪ রানে ফিরতেই হায়দ্রাবাদের ধসের শুরু। মণীশও বেশিক্ষণ টিকতে পারলেন না।
কিন্তু রানের গতি দেখে মনে হয় জয় হায়দ্রাবাদের ভাগ্যেই। ১৭ তম ওভারে হায়দ্রাবাদের সেই স্বপ্ন ভঙ্গ করে শাহবাজ। ওভারের প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ বলে যথাক্রমে বেয়ারস্টো, মণীশ এবং আবদুল সামাদকে ফিরিয়ে দেন তিনি। শেষ ভরসা হিসেবে পড়ে থাকা বিজয় শঙ্কর এবং হোল্ডারও চূড়ান্ত ব্যর্থ হয়। হায়দ্রাবাদ ১৪৩/৯ ইনিংস শেষ করে। ৬ রানে ম্যাচে জয়ী হয় বিরাট বাহিনী।
বিশ্বকাপের আসর বসতে চলেছে দক্ষিণ আফ্রিকাতে
আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ
বর্তমানে তুরস্ক জুড়ে শুধুই লাশের পাহাড়
বিশেষ উপহারের ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল
সাংবাদিক বৈঠকে নিজের সিদ্ধান্তের কথা জানান পাক উইকেটরক্ষক-ব্যাটার
ভূমিকম্পের পর থেকে নিখোঁজ ছিলেন চেলসির প্রাক্তন ফুটবলার
কুস্তির পর এবার কবাডিতেও ধর্ষণের অভিযোগ
প্রথম সংস্করণে অংশ নেবে মোট ৫ টি দল
বর্ডার-গাভাসকর সিরিজের আগে মনখারাপ কোহলির
অস্ট্রেলিয়ার জার্সি গায়ে আর দেখা যাবে না অ্যারন ফিঞ্চকে
রিয়াল মাদ্রিদ – ০
মায়োর্কা – ১
বার্সেলোনা – ৩
সেভিলা – ০
২০২১ সালে আয়েশার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল শিখরের
টটেনহ্যাম হটস্পার – ১
ম্যানচেস্টার সিটি – ০
খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে মধ্যপ্রদেশের ভোপালে