নিজস্ব প্রতিনিধি, চেন্নাই - জেতা ম্যাচ হেরে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। কার্যত শাহবাজ আহমেদের বোলিং-এর কাছে বিধ্বস্ত হায়দ্রাবাদের মিডল ওর্ডার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২ ম্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষে পৌঁছে গেল।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে গিয়েছিল আরসিবি। করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে দলে ফেরা দেবদত্ত পাড়িক্কল ফিরে যান ১১ রান করেই। পরবর্তী ব্যাটসম্যান শাহবাজ ভালো শুরু করলেও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। এই অবস্থায় হাল ধরার কথা ছিল আরসিবি আধিনায়ক বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েলের।
IPL- এ ‘ব্যর্থ’ তকমা পাওয়া ম্যাক্সওয়েল এই ম্যাচেও চোখে আঙুল দিয়ে সমালোচকদের জবাব দিলেন। একদিকে তিনি ধরে রাখায় উল্টোদিকে মেরে খেলার চেষ্টা করছিলেন বিরাট। আর সেটাই ভুল হয়ে যায় তাঁর। জেসন হোল্ডারের বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন।
আগের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের ডিভিলিয়ার্সও ব্যর্থ হন। ৫ বলে মাত্র ১ রান করে ফিরে যান তিনি। ম্যাক্সওয়েল একাই দায়িত্ব নিয়ে ভালো ভাবেই সামলালেন। উল্টোদিকে সঙ্গী হিসেবে কাউকে না পেলেও মাথা ঠান্ডা রেখে ৪১ বলে ৫৯ রানের ইনিংস খেলে গেলেন। তবু দেড়শোর গন্ডি পেরোতে পারল না আরসিবি। ১৪৯/৮-এ শেষ হল ইনিংস।
হায়দ্রাবাদের হয়ে ওপেন করতে নেমে হতাশ করলেন ঋদ্ধিমান সাহা। গত বারের ফর্মের ধারে কাছে এ বার নেই তিনি। ১ রানের মাথায় তিনি ফেরার পর কমলা-বাহিনীর হাল ধরেন সেই হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সঙ্গী হিসেবে পান মণীশ পান্ডেকে। দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে যোগ করেন ৮৩ রান। কিন্তু ওয়ার্নার ৫৪ রানে ফিরতেই হায়দ্রাবাদের ধসের শুরু। মণীশও বেশিক্ষণ টিকতে পারলেন না।
কিন্তু রানের গতি দেখে মনে হয় জয় হায়দ্রাবাদের ভাগ্যেই। ১৭ তম ওভারে হায়দ্রাবাদের সেই স্বপ্ন ভঙ্গ করে শাহবাজ। ওভারের প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ বলে যথাক্রমে বেয়ারস্টো, মণীশ এবং আবদুল সামাদকে ফিরিয়ে দেন তিনি। শেষ ভরসা হিসেবে পড়ে থাকা বিজয় শঙ্কর এবং হোল্ডারও চূড়ান্ত ব্যর্থ হয়। হায়দ্রাবাদ ১৪৩/৯ ইনিংস শেষ করে। ৬ রানে ম্যাচে জয়ী হয় বিরাট বাহিনী।
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় পেল ভারত
শুটিং থেকে এখনও পর্যন্ত ৩ টি সোনা এল ভারতের ঝুলিতে
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১.৩০ মিনিট নাগাদ
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০-র বেশি রান তুলে নয়া নজির গড়ল নেপাল
এশিয়ান রেকর্ড ও বিশ্বরেকর্ড ভেঙে সোনা জিতলেন শিফট কৌর সামরা
এই নিয়ে শুটিংয়ে দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে
১৯তম এশিয়ান গেমসের চতুর্থ দিনে ভারতীয়দের দাপট অব্যাহত
তৃতীয় দিনের শেষে ভারত রয়েছে ষষ্ঠ স্থানে