সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী নরওয়ের জন ফস

অক্টোবর ০৫, ২০২৩ রাত ০৯:৩৭ IST
651ec5534b1aa_Screenshot_2023-10-05-19-46-03-93_680d03679600f7af0b4c700c6b270fe7

নিজস্ব প্রতিনিধি, ওসলো - চলতি মাসের সোমবার থেকে শুরু হয়েছে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। চিকিৎসা বিজ্ঞান ও ফিজিওলজি, পদার্থবিদ্যা এবং রসায়নের পর এবার সাহিত্য। অবশেষে চলতি বছর সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফস। তিনি আজীবনের সাহিত্য সাধনার জন্য এই সম্মানও পেলেন। সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা এবার এই সম্মান পেলেন নরওয়ের জন ফস।

আজ ঘোষিত হলো নোবেলের আরও একটি বিভাগে পুরস্কার বিজয়ীর নাম। যাদের কথা বলা যায় না, তাদের নিয়েই নাটক ও গদ্য ধর্মী সাহিত্য রচনা করছেন তিনি। বৃহস্পতিবার সাহিত্যে পুরস্কারজয়ীর নাম ঘোষণার পর একের পর এক ট্যুইট করে নোবেল কমিটি। সেখানে বলা হয়েছে, 'মানুষের জীবনের কঠোর অভিজ্ঞতা ফসের লেখায় ফুটে উঠেছে। সেখানে মিশে আছে হাস্যরস'।

প্রসঙ্গত, গত মঙ্গলবার পদার্থবিজ্ঞানে অবদান রাখায় নোবেল পুরস্কার পেয়েছেন পিয়া অগোস্টিনি, ফেরেঙ্ক ক্রুসজ এবং অ্যান ল’হুইলার। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। সুইডেনের র‌য়্যাল সুইডিশ একাডেমি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ইলেকট্রন গতিবিদ্যায় পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করে আলোর অ্যাটোসেকেন্ড পালস তৈরি করার বিষয়টি ওই তিনজন বিজ্ঞানীর গবেষণায় দেখানো হয়েছে।

এবার করোনার ভ্যাকসিন আবিষ্কার করে চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ২ মার্কিন বিজ্ঞানী। গত সোমবার ঘোষণা করা হয় ২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পেয়েছেন কাটলিন কারিকো ও ড্রিউ উইজম্যান। করোনার বিরুদ্ধে মানবদেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ভ্যাকসিন তৈরি করেছিলেন এই ২ মার্কিন বিজ্ঞানী।

ভিডিয়ো

Kitchen accessories online