বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল , শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করে আবেগী বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার

অক্টোবর ০৭, ২০২৩ দুপুর ০২:০৬ IST
65210e452994b_150515

নিজস্ব প্রতিনিধি , ঢাকা - উদ্বোধন করা হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এদিন শনিবার দুপুর ১২ টা নাগাদ উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এদিন আংশিক ভাবে উদ্বোধন করা হয় টার্মিনালটি। পুরোপুরি উদ্বোধন হতে বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সূত্রের খবর , এদিন সকাল ১০ নাগাদ তৃতীয় টার্মিনালে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি টার্মিনালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এরপর দুপুর ১২ নাগাদ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিউল আজিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীসহ আরও অনেকে।

উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, অত্যাধুনিক সুযোগ সুবিধা যুক্ত বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধনে আমি অত্যন্ত আনন্দিত। আমি এই টার্মিনাল নির্মাণকাজের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে তাদের অবদান ও অক্লান্ত পরিশ্রমের জন্য অভিবাদন জানাই। সঙ্গে এই মাহেন্দ্রক্ষণে দেশবাসীকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

সঙ্গে তিনি বলেন, "বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল উন্নত দেশের যোগাযোগ ব্যবস্থার সঙ্গে পা মিলিয়ে বাঙালি জাতিকে প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার একবিংশ শতাব্দীর উপযোগী বিমান পরিবহন নির্মাণে ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।"

প্রসঙ্গত , ২০১৭ সালে শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়। সে সময় এর নির্মাণব্যয় ধরে রাখা হয়েছিল প্রায় ১৩ হাজার ৬১০ কোটি টাকা। তবে পরে আরও ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়ানো হয়েছিলো। এরপর সব পরিকল্পনা শেষে ২০১৯ সালের ডিসেম্বরে এর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটিতে জাপানি সংস্থা জাইকার ঋণ হিসেবে দেয় ১৬ হাজার ১৪১ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা। আর বাকি ৫ হাজার ২৫৮ কোটি ৩ লাখ ৮৮ হাজার টাকা দেয় বাংলাদেশ সরকার। এরপর সব মাইলফলক পেরিয়ে উদ্বোধন করা হল এই টার্মিনালটির।

ভিডিয়ো

Kitchen accessories online