জওয়ানের বিশেষ শোয়ের মাধ্যমে শাহরুখের বাবাকে উৎসর্গ

সেপ্টেম্বর ২২, ২০২৩ বিকাল ০৬:০১ IST
650d7990474b5_Screenshot_2023-09-22-16-54-09-74_439a3fec0400f8974d35eed09a31f914

নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - জওয়ান নিয়ে আর নতুন করে কি বা বলার আছে। এখন শুধু বক্স অফিস কালেকশন কথা বলছে। জওয়ান নিয়ে কথা না থাকলেও কিং খানের ভক্তদের নিয়ে অবশ্যই আছে। কিং খানকে ভালোবেসে তারা ঠিক কিনা করতে পারেন সেটার প্রমাণ তারা অনবরত দিয়েই চলেছেন। এবার একদম অভিনব পন্থায় জওয়ানের প্রচার করলেন তারা। মুম্বইয়ের পর শাহরুখ খানের ভক্তরা এবার বেঙ্গালুরুতে একটি জওয়ানের বিশেষ শোয়ের আয়োজন করলেন দুঃস্থ মহিলা এবং শিশুদের জন্য। এই শোটি পর্দার জওয়ানের বাবা মীর তাজ মহম্মদ খানের স্মৃতির উদ্দেশ্যে ছিল।

এদিন ট্যুইটারে শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়। তারা সেই ভিডিও পোস্ট করে লেখেন, 'বেঙ্গালুরু এসআরকে ওয়ারিয়র্স জওয়ানের একটি চ্যারিটি শোয়ের আয়োজন করেছিল মীর তাজ মহম্মদের স্মৃতির উদ্দেশ্যে, দুঃস্থ মহিলা এবং বাচ্চাদের জন্য'। আর সেই ভিডিও তার চোখে পরে খোদ কিং খানের। তিনি সেই ভিডিও শেয়ার করে লেখেন, 'সকলকে অনেক ধন্যবাদ। এটা ভীষণ মিষ্টি এবং মন ছুঁয়ে গেল আমার। অনেক ভালোবাসা নিও। আশা করব তোমাদের সময়টা খুব ভালো কেটেছে'। তার ফ্যানেদের তার প্রতি এতো শ্রদ্ধা দেখে আপ্লুত হয়ে যান কিং খান।

ভিডিয়ো

Kitchen accessories online