নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ‘সাইটেশনে’র ক্ষেত্রে আগে গাড়ি নথি পত্র বাজেয়াপ্ত করতে হতো। তবে এবার নতুন নির্দেশিকায় নথি পত্র বাজেয়াপ্ত করার দরকার নেই। গাড়ির নথি পত্র ছড়াই মামলা রুজু করতে পারবে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে। এক্ষেত্রে ট্রাফিক পুলিশের অনেকটাই সুবিধা হয়েছে রাস্তায় ট্রাফিক আইন বজায় রাখার ক্ষেত্রে।
কয়েক বছর আগে এই ‘সাইটেশন’ পদ্ধতি চালু হয়েছিল কলকাতা পুলিশে। ছোট অপরাধের ক্ষেত্রে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে গাড়ির নম্বার প্লেটের ছবি তুলে মামলা করতে পারতেন। তবে বেপরোয়া ভাবে গাড়ি চালানো ও গতি সীমা লংঘন অথবা বিনা লাইসেন্সে গাড়ি চালানোর ক্ষেত্রে গাড়ির কাগজপত্র বাজেয়াপ্ত করে মামলা দায়ের করতো পুলিশ। তবে এবার সমস্ত বিধি ভঙ্গের ক্ষেত্রে ‘সাইটেশন’ পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া হবে।
এই নয়া পদ্ধতি চালু করার বিষয় বেশ কিছুদিন ধরেই চিন্তাভাবনা চলছিল। তাই প্রথমে শহরের কয়েকটি ট্রাফিক গার্ডে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করে দেখা হয়েছিল। সেখানে সফলতা পাওয়ার পর লালবাজারের পক্ষ থেকে এই পদ্ধতি সব জায়গায় চালু করার বিষয় ঘোষণা করে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, এই নতুন ‘সাইটেশন’ পদ্ধতিতে কাগজপত্র বাজেয়াপ্ত না করে আইন অনুযায়ী সমস্ত ব্যবস্থা নেওয়া যাবে। মঙ্গলবারই লালবাজারের পক্ষ থেকে প্রতিটি ট্রাফিক গার্ডে এই নয়া বিধি নিয়ে নির্দেশ পাঠানো হয়েছে। এমনকি ওই দিন রাত থেকে নয়া বিধি মেনে বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে ১৮৫ নম্বরের ধারায় ‘সাইটেশন’ পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু মত্ত অবস্থায় গাড়ি চালানো ছাড়া সব ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকরী।
এপ্রসঙ্গে ট্রাফিক পুলিশ কর্মী জানিয়েছেন, ‘কাগজপত্র বাজেয়াপ্ত করে মামলা করতে গেলে বেশির ভাগ সময় প্রভাবশালী কাউকে ফোনে ধরার চেষ্টা করে বিধি ভঙ্গকারীরা। এমনকি কিছু সময় এই নিয়ে ঝামেলা করে কেউ কেউ। তাই অনেক সময় বাধ্য হয়ে ছোট কেস দিয়ে ছেড়ে দিতে হতো। তবে এই পদ্ধতিতে সেই ঝামেলা কমবে’।
এছাড়াও কলকাতা ট্রাফিক পুলিশ কর্মীদের সূত্রে জানা গেছে, ‘এই পদ্ধতিতে ব্যবস্থা নিতে গেলে ছবি তোলাটা বাধ্যতামূলক। তাই সন্দেহ ছিল কোথাও কোনো সমস্যা হবে কিনা। তার জন্য আগেই এই বিষয়ে মহড়া দিয়ে নেওয়া হয়েছে। যেখানে সাফল্য মেলাতেই সিদ্ধান্ত হয় এই ব্যবস্থা চালু করার জন্য’।
ভাইচুংয়ের কথাতেই সায় দিলেন মেহতাব হোসেন
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটানোর জন্য তৃণমূল যদি বিশেষ বাহিনী রাখে , তাকে রুখে দেওয়া জন্য বিজেপিও তৈরি, হুঁশিয়ারি বিজেপির
খেলা হবে দিবস উপলক্ষ্যে মানিকতলায় তৃণমূলের মিছিল