নিজস্ব প্রতিনিধি, কলকাতা - এখন দেশজুড়ে চলছে ছুটির আমেজ। শীতের আমেজ নিতে নিতে সর্বত্রই মানুষ উপভোগ করছে বছর শেষের ছুটির দিন গুলি।
ক্রিসমাস কিংবা নতুন বছর আশার আনন্দে ঘরে ঘরে চলছে ঘোরাঘুরি কিংবা পার্টির প্ল্যানিং। তার সঙ্গে কোন দিনের, কোন অনুষ্ঠানে কি ভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে নেবেন তার কোথাও ভোলে না নারী।
পিকনিকে যাওয়া,ঘোরাঘুরি কিংবা খাওয়া-দাওয়ার সাথে পোশাক নির্বাচন যে কোনো মেয়ের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। সকলেই চায় সবার থেকে একদম অন্যরকম ভাবে নিজেকে সাজাতে কিংবা সাজের দ্বারা এক নজরে সকলের দৃষ্টি কাড়তে। তাই এই উৎসবে নিজেকে আরও রঙিন করে তোলার জন্য কি কি পোশাকে নিজেকে সাজিয়ে নিতে পারেন রইল তারই কিছু টিপস।
জিন্স-টপ:- ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে অনেকেই জিন্স-টপ পড়তে পছন্দ করেন। আর শীতকালে এই পোশাক যথেষ্ট আরামদায়ক। তাই যারা এই পোশাকে কমফোর্টৈবল তারা পরতেই পারেন। কুর্তি-স্ট্রেট ফিট
প্যান্ট:- যারা ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করেন না তারা এই ধরনের পোশাকে নিজেকে সাজিয়ে তুলুন। যেকোনো বয়েসের মহিলারাই এটি পড়তে পারেন। বর্তমানে এটি একটি ট্রেন্ডি পোশাক।
ডাঙরি/জাম্প সুট:- ট্রেন্ডি পোশাকের মধ্যে ডাঙরি/জাম্প সুট একটি অন্যতম পোশাক। এই পোশাকে রয়েছে আলাদাই স্মার্টনেস। বাচ্চা থেকে মাঝবয়সী মহিলারা পড়তেই পারেন।
সোয়েট টি-শার্ট:- শীতের মরসুমে শীতের পোশাক নির্বাচন করতে অনেকেই খুব কনফিউজড হয়ে যায়। সোয়েট টি-শার্ট এর সঙ্গে জিন্স একটা আলাদাই স্মার্টনেস দেয়। তাই এই ধরনের পোশাক পড়ে সাজিয়ে তুলুন নিজেকে।
ব্লেজার জ্যাকেট:- শীতের পোশাকের মধ্যে ব্লেজার জ্যাকেট একটি বিশেষ লুক দেয়। বিশেষ করে পার্টি ওয়্যার হিসেবে এটি অত্যন্ত মানানসই পোশাক। জিন্স প্যান্টের সাথে ব্লেজার জ্যাকেট পড়ে বোল্ড লুকে পার্টির জন্য সাজিয়ে তুলুন নিজেকে।