নিজস্ব প্রতিনিধি , বীরভূম - সামনেই পঞ্চায়েত ভয় আর তার আগেই বীরভূমে তৃণমূলের ভাঙন অব্যাহত।শনিবার বিকেলে পাইকর থানার মিত্রপুর পঞ্চায়েতের দাতুড়া গ্রামের ২৭৬ সংসদের তৃণমূলের বুথ সভাপতি সিপিএমে যোগদান করলেন। একই মঞ্চে বিজেপি থেকেও কয়েক জন সিপিএমে যোগ দেন।
জেলার বিভিন্ন জায়গায় তৃণমূল ছেড়ে অনেকেই বাম নানা দলে যোগ দিচ্ছেন।এ দিন কয়েক'শো তৃণমূল কর্মী যোগদান করেছেন।তাদের অভিযোগ তৃণমূলে প্রচুর দূর্নীতি হচ্ছে।তাই তারা দল এদিন দল ছেড়ে সিপিএমে যোগদান করেছেন।এছাড়াও এদিন বিজেপি কর্মীরাও সিপিএমে যোগদান করেছেন বলে জানা গেছে।
দাতুড়া গ্রামের মনসুর হাবিবুল্লা জানিয়েছেন, '১১ বছর ধরে তৃণমূল দল করছি, বুথ সভাপতি রয়েছি। মমতার আদর্শে তৃণমূল দল করতে শুরু করি। কিন্তু, বর্তমানে তৃণমূলের দুর্নীতি, বিশেষ করে মিত্রপুর পঞ্চায়েতের দুর্নীতি মেনে নেওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে সিপিএমে যোগদান করলাম। পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে গ্রামে ভোট চাইতে গেলে চোর সম্বোধন পেতাম। তাই আদর্শের দিক থেকে সিপিএম দলকে গ্রহণযোগ্য বলে হয়েছে।'
যদিও বুথ সভাপতির অভিযোগ মানতে রাজি হয়নি তৃণমূলের মিত্রপুর অঞ্চল সভাপতি ও মুরারই ২ পঞ্চায়েত সমিতির সদস্য বাসরুজ্জামান মোল্লা ওরফে বকুল। তিনি জানিয়েছেন,'দলবিরোধী কাজের জন্য দু'মাস আগে তাকে বুথ সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়। সাত ফেব্রুয়ারি নতুন বুথ সভাপতির জন্য বৈঠক ডাকা হয়েছে। '
এদিকে বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক জেলার সম্পাদক অরিন দত্ত জানিয়েছেন, 'বিজেপির কোনও কর্মী যোগদান করেননি। ফরওয়ার্ড ব্লক থেকে বিধানসভা ভোটের আগে কয়েক জন এসেছিলেন। কয়েক দিন পরে তারা আবার পুরনো দলে ফিরে গিয়েছেন।'
উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সোশ্যাল সিকিওরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদে ২৮৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
আগামী ৩০ দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ
ডরো মাত স্লোগান তুলে অভিযান , পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত রাজভবন চত্বর
দুর্নীতিটাই তৃণমূলের কাছে নীতি , কটাক্ষ বিজেপি-সিপিএমের
লন্ডনে গুজরাতিদের মারার হুমকি খালিস্তানিদের
পরীক্ষার্থীদের সঙ্গে যুক্ত অবিভাবকও , গ্রেফতার ১
আগামী ৩১শে মার্চ থেকে শুরু আইপিএল
পাপ খন্ডাতে পুরীতে গেছে মুখ্যমন্ত্রী , বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই , আসলে মমতা বন্দ্যোপাধায় এই ষড়যন্ত্রের মূল , দাবি শুভেন্দুর
করোনার পর ১৬তম সংস্করণে ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট
শৌচালয়ের টেন্ডার ঘিরে বচসা , রণক্ষেত্র চন্দ্রকোণা