নিজস্ব প্রতিনিধি , বীরভূম – শান্তিনিকেতন থেকে নিখোঁজ বিশ্বভারতীর এক বিদেশি গবেষক। গতকাল একটি গাড়িতে ৪-৫ জন এসে ওই গবেষককে তুলে নিয়ে যায়।ওই যুবক বিশ্বভারতীর দর্শন বিভাগের গবেষক। বোলপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই নিখোঁজ হবার ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায় বিশ্বভারতী ক্যাম্পাস।
সূত্রের খবর , মায়নমারের ব্রাহ্মাহর বাসিন্দা পান্নাকারা থাই। বিশ্বভারতীর দর্শন বিভাগের বুদ্ধিষ্ট নিয়ে উঁচ্চ স্নাতকাত্তর পঠন পাঠন করছিল ওই যুবক। বেশ কয়েক বছর ধরে তিনি শান্তিনিকেতনের পশ্চিম গুরুপল্লির একটি ভাড়া বাড়িতে ছিলেন। ২১ সেপ্টেম্বর দুপুর নাগাদ, ১ টি গাড়িতে এসে ৮/১০ জন তাকে অপহরণ করে নিয়ে যায়। এই নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এর পিছনে কি কি কারণ তা পুলিশ জানার চেষ্টা করছে। সেই সঙ্গে আশেপাশে এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। যে গাড়িটি করে দুষ্কৃতীরা ওই বিদেশি ছাত্রকে অপহরণ করেছে সেই গাড়িটির সন্ধান পুলিশ পেয়েছে। গাড়িটি আটক করতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।