নিজস্ব প্রতিনিধি , বীরভূম - কোপাই নদীর অবৈধ ঘাটের দখলকে কেন্দ্র করে দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে তুমুল সংঘর্ষ। বুধবার সকালে সংঘর্ষের জেরে রণক্ষেত্র শান্তিনিকেতন থানার কংকালীতলা ও সর্পলেহনা গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে চলল গুলি। তারই জেরে গুরতর আহত হয় তিনজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন কোপাই নদীর ধারে অবৈধ ভাবে মাটি কাটা ঘিরে ঘাট দখল নিয়ে ওই দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। তারপরেই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি থেকে গুলি চালানো শুরু হয়।গুলির ফলে ঘটনাস্থলে আহত হয় ৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার জেরে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বোলপুর আহমেদপুর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল সমর্থক মহিলারা। পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তোলে।
প্রসঙ্গত , কোপাই নদীর ঘাটের দখল নিয়ে এখানে গোষ্ঠী সংঘর্ষ লেগেই থাকে। ফলে শান্তিনিকেতন এলাকায় নদী ঘিরে যাতে কোনো অবৈধ কাজ না হয় সেজন্য প্রশাসন কড়া নজরদারি রেখেছে। ফলে বুধবারের এই ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
বিস্তারিত দেখুন
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড