শান্তিপূর্ণ ভোটের বার্তা পুলিশ কমিশনার সৌমেন মিত্রের

ডিসেম্বর ১৯, ২০২১ দুপুর ১০:১২ IST
61beb1edca4ad_image_search_1639887243193

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - আজ সকাল থেকেই কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। পুরসভা ভোট মানুষ শান্তিপূর্ণভাবে দিতে পারবেন বলেই আশ্বাস দেন কলকাতার নগরপাল সৌমেন মিত্র।

এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, আমরা পুরভোটের জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে পুলিশ এসে গিয়েছে। আমরা এই বছরে অনেকগুলো ভোট করেছি। এই ভোটটিও যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই দিকে আমাদের নজর থাকবে।

ভিডিয়ো

Kitchen accessories online