নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সিএএ নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি।এদিন সিএএ নিয়ে ঠাকুরনগরে একটি সভার আয়োজন করে শান্তনু ঠাকুর।আর এর পরেই এবার শান্তনু ঠাকুরকে কটাক্ষ করার পাশাপাশি সিএএ নিয়ে মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।
এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন,'শান্তনু ঠাকুর এখন ঠাকুরনগরে জায়গা পাচ্ছেন না,নিজের দলে নিজেই প্রাপ্ত জায়গা পাচ্ছে না।।এসব বলে প্রাসঙ্গিকতায় ফিরে আসতে চাইছে। নিজেই একলা হয়ে গেছে তখন এসব বলে ফিরে আসতে চাইছেন।
এরপরে সিএএ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ' সিএএ নিয়ে আবার ২০২৪ আগে জাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে। সবাই জানে, এটা কোনদিনই বাস্তবায়িত হবে না। ঠাকুরনগরের বাসিন্দারা তারা ১০০ শতাংশ ভারতীয় নাগরিক। এদের মধ্য দিয়ে পার্লামেন্টে গেছে তাদের মধ্যে দিয়ে মন্ত্রী হয়েছে। এরা ১০০ শতাংশ ভারতীয়। ভারতীয়দের আবার ভারতীয় হওয়ার প্রয়োজন পরে না। ভোটার অধিকার রয়েছে। ভোটার তালিকায় নাম রয়েছে। যারা এখন ভারতীয়, তাদেরকে অভারতীয় করে আবার নাগরিকত্ব নিতে হবে। তাহলে যে পার্লামেন্টে রয়েছে বা মন্ত্রিসভায় রয়েছে তাহলে তো তা অসংবিধানিক হয়ে যাবে।'
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ
বেঙ্গাইজোতের এশিয়ান হাইওয়ে-২তে মুখোমুখি সংঘর্ষ দুটি গাড়ির , আহত ৫
যখন কোনো দলীয় কর্মসূচিতে যাই, তখন কারোর ক্যারেক্টার সার্টিফিকেট দেখতে পাই না , দাবি সায়নীর
আবাস যোজনায় দুর্নীতি , দলীয় অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরলেন তৃণমূল কর্মীরা