নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - সাপে কামড়ের রোগীর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ মাথাভাঙা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা মহকুমা হাসপাতালে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর এবং ডাক্তারের উপর চড়াও হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলেন মাথাভাঙা থানার পুলিশ সহ র্যাফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর নাগাদ মাথাভাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক রহমান (২৮) হঠাৎই অসুস্থ হয়ে পরে। কিছুক্ষণের মধ্যেই তার হাত-পা ঠান্ডা হয়ে যায় এবং শরীর হলুদ হয়ে যায়। তারপর তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘন্টাখানেক চিকিৎসা চলার পর হাসপাতালেই মৃত্যু হয় ফারুক রহমানের।
এরপর মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পরে মৃতের পরিবার। তারপরই মাথাভাঙা হাসপাতাল ভাঙচুর করে ডাক্তারের উপর চড়াও হয় মৃত রোগীর আত্মীয় এবং প্রতিবেশীরা। মৃতের পরিবারের অভিযোগ তাদের ছেলেকে সাপে কামড়েছে কিন্তু বিষ খাওয়ার চিকিৎসা করেছে চিকিৎসক। আর তাতেই আমাদের ছেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় মৃতের মা জানিয়েছেন,'আজকে সকালে আমার ছেলেকে গুরুতর অসুস্থ অবস্থায় এই হাসপাতলে ভর্তি করি। তবে ডাক্তাররা স্যালাইনের ব্যবস্থা করল এবং অক্সিজেন দিল। তার কিছুক্ষণ পরেই আমার ছেলে মারা যায়। সঠিকভাবে চিকিৎসা না হওয়ার জন্যই আমার ছেলেটি মারা গেছে। আমরা এই ঘটনার বিচার চাই'।
এই ঘটনায় মৃতের মামা জানিয়েছেন, 'আমার ভাগ্নার গোটা শরীর হলুদ হয়ে গিয়েছিল এবং হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। তার পায়ে সাপের কামড়ের মতো রক্তের দাগ থাকলে সেটা ডাক্তারবাবুকে দেখালে বলে ওটা কিছু নয়। তারপর আমার ভাগ্নাকে ভুল চিকিৎসা করে। এরপর কিছুক্ষণের মধ্যেই আমার ভাগ্নার মৃত্যু ঘটে'।
ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চিকিৎসক জানিয়েছেন,'আমি কখনোই বলিনি যে ছেলেটি বিষ খেয়েছে। এমনকি ছেলেটির চিকিৎসা শুরু হওয়ার আগেই ছেলেটি মারা গেছে। এখন তার পরিবারের লোক মানতে চাইছে না। আমাদের গায়ে হাত তুলতে আসছে। এছাড়া হাসপাতাল ভাঙচুর করেছেন'।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাটদের কোচের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর
‘ভবিষ্যতে যে সরকারকেই আসবে এই বোঝা বয়ে বেড়াতে হবে অনির্দিষ্টকালের জন্য’ - শুভেন্দু
দুই বছর আগে তার হাটুর অস্ত্রোপচারের উদ্দেশ্যে অর্থ প্রদান করেন সোনু সুদ
ম্যাচের শেষে ফলাফল ৬-১, ৬-২, ৬-৪
ব্রডের এক ওভারে বুমরা ২৯ রান তোলেন
নিজের ঘরেই রহস্য মৃত্যু যুবকের , খুন না আত্মহত্যা ধন্ধে পুলিশ
বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাতে অনুপস্থিত কেসিআর , তীব্র জল্পনা তামিল রাজনীতিতে
হাইকোর্টের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে তৈরি করা হলো ৯টি বেঞ্চ
কমিশনের রিপোর্ট কে ভ্রান্ত , তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি জারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তাকে ছেড়ে দেওয়ার আর্জি রোনাল্ডোর
এই নিয়ে তাই জু-র কাছে ১৬ বার হারলেন সিন্ধু
২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ দলের সক্রিয় সদস্য ছিলেন হরভজন
মৃত্যুর আগে হাসপাতালের বেডে শুয়েই জীবনের শেষ বার্তা
মোবাইলের দোকানে চুরির ফলে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা
প্রথম ইনিংস লিডেই জয়ী হল ভবানীপুর