নিজস্ব প্রতিনিধি,রাজারহাট - সকাল হতেই বাড়ির সামনেকর্মী সমর্থকদের ভিড়। তাদেরকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে দেওয়াল লিখে প্রচারে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেবের।
সপ্তর্ষি দেব জানিয়েছেন, “প্রচারের শুরুতে যেভাবে মানুষের সমর্থন পাচ্ছি আমার তো খুবই ভালো লাগছে। নির্বাচন তো পাঁচ বছর অন্তর অন্তর হয় কেউ জেতে কেউ হারে। রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু সারাবছর মানুষের সঙ্গে কাজ করেছি নির্বাচন না থাকলেও করতাম , নির্বাচনে জিতলেও করবো নির্বাচনে না জিতলেও করবো”। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, “লড়াই মানেই তো শক্ত। সংযুক্ত মোর্চা যখন আমাকে প্রার্থী করেছে তখন উল্টো দিকে দাঁড়িয়ে আছে সেটা ইম্পর্টেন্টনয় । মানুষের অ্যাজেন্ডা নিয়ে নির্বাচনে নেমেছি সেটা বলবো এবং সাধারণ মানুষ আমাকে আশীর্বাদ করবে এই আশা রাখছি”।