সারদা কান্ডে ইমরানের ইডির তলব

মার্চ ১৭, ২০২১ দুপুর ১২:৪৪ IST
6051a6cbaf0c5_Screenshot 2021-03-17 122009

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক -  তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরানের আইনজীবী পৌঁছালেন ইডির দফতরে। বুধবার সকালে তাঁর আইনজীবী আরফিন ইডি দফতরে হাজিরা দেন। 

সারদা মামলার তদন্তে আহমেদ হাসান ইমরানকে ইডির তরফ থেকে সমন পাঠিয়ে বলা হয়েছিল, তিনি নিজে অথবা তাঁর অনুমোদিত প্রতিনিধির মাধমে অবশ্যই যেন ইডির দফতরে উপস্থিত থাকেন, এমনটাই জানালেন তাঁর আইনজীবী। 

তিনি বলেন, কিছু প্রয়োজনীয় নথিসহ তাঁর মক্কেলকে তলব করা হয়েছে। তিনি এও জানান, যদি প্রয়োজন হয় বা ডেকে পাঠানো হয় তাহলে ইমরান নিজেই উপস্থিত হবেন ইডি দফতরে। তবে ঠিক কি নথি আনতে বলা হয়েছে সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি তাঁর আইনজীবী।

ভিডিয়ো

Kitchen accessories online