সারদার নথি চুরি মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের

সেপ্টেম্বর ২৮, ২০২২ দুপুর ০৩:১৭ IST
63340cd3e69c0_343699-suvendu-9

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সারদার নথি চুরি মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, এই মামলার তদন্ত করবে রাজ্যের পুলিশ। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।

বিজ্ঞাপন

বহুদিন ধরেই আদালতের নির্দেশে সারদা কান্ডের তদন্ত করে চলেছে সিবিআই। তার মধ্যেই অভিযোগ দায়ের হয় সারদার নথি চুরির। কাঁথি থানায় সারদার নথি চুরি নিয়ে যে মামলা দায়ের হয়েছিল সেটাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার  হাতে তুলে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সিবিআই তদন্তের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। যা আজ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

আদালতে মামলাকারী সওয়াল করেন, সারদা মামলার তদন্ত করছে সিবিআই। এই অবস্থায় আরও একটি সমান্তরাল তদন্ত হয় কীভাবে? অর্থাৎ কাঁথি থানার পুলিশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগের তদন্ত করে কীভাবে? ওই কথা শোনার পর আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় কাঁথি থানার পুলিস ওই অভিযোগের তদন্ত করতে পারে।

ভিডিয়ো

Kitchen accessories online