সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের অভিযান শুরু পাঁচ বারের চ্যাম্পিয়নদের

নভেম্বর ২৪, ২০২২ বিকাল ০৭:০৫ IST
637f7320be59b_Brazil-vs-Serbia

নিজস্ব প্রতিনিধি, দোহা – আজ কাতার বিশ্বকাপের গ্রুপ ‘জি’-র ম্যাচে মুখোমুখি হতে চলেছে সার্বিয়া ও পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। খাতায় কলমে সার্বিয়ার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ব্রাজিল। এই নিয়ে মোট ২২ বার বিশ্বকাপ খেলতে নামছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে এই নিয়ে ১৩ বার অংশ নিচ্ছে সার্বিয়া।  

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সার্বিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। আজকের ম্যাচেও কি জয় পাবে পাঁচ বারের চ্যাম্পিয়নরা? নাকি বিশ্বকাপে অঘটন ঘটাবে সার্বিয়া। যেমনটা ঘটিয়েছে আর্জেন্টিনার বিরুদ্ধে সৌদি আরব ও জার্মানির বিরুদ্ধে জাপান। এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল ব্রাজিল।

ব্রাজিল বনাম সার্বিয়ার ম্যাচটি লুসেইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় অনুযায়ী রাত ১২.৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি লাইভ আপডেট পাওয়া যাবে অমৃতবাজার ডিজিট্যালের ওয়েবসাইটে।

ভিডিয়ো

Kitchen accessories online