নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান – ভোট পরবর্তী হিংসায় এখনও উত্তপ্ত বাংলার গ্রাম। কোচবিহার নদীয়া সহ একাধিক জেলার পর এবার পশ্চিম বর্ধমানেও বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে। ফল প্রকাশের পর থেকেই হামলার ভয়ে আশ্রয় নিতে হয়েছে বিজেপি জেলা অফিসে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সূত্রের খবর , পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় যারা বিজেপি প্রার্থী ছিলেন তাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি মিথ্যে পুলিশ কেসও দেওয়া হচ্ছে তাদের বিরূদ্ধে। রাস্তাঘাটে বেরোলে তাদের উপর হামলা চালানো হচ্ছে বলেও দাবি করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির অভিযোগ সম্পূর্ণই মিথ্যে বলে দাবি করেছে তৃণমূল। তাদের অভিযোগ , মারধর করা হয়েছে তৃণমূলকে।
এপ্রসঙ্গে বিজেপি নেতা কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, ‘যারা আমাদের প্রার্থী হয়েছিলেন তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে, বাড়ি হামলা করছে, পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে। তাই বাধ্য হয়ে তাদের জেলা অফিসে এনে রাখা হয়েছে। পার্টির নির্দেশে এমনটা করা হয়েছে। পার্টি নেতারা বিষয়টাকে দেখছেন’।
অন্যদিকে তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, 'ভোটে হারার জন্য একটা অ্যালিবাই দরকার। বিজেপি সন্ত্রাসকে হাতিয়ার করেছে। আমার জানা নেই কোথাও কোনো বিজেপি কর্মী বাইরে আছে। তবু যদি কেউ বাইরে থেকে থাকে আমাকে তাদের খবর দিন আমি নিজে তাদের সঙ্গে দেখা করবো এবং তাদের বাড়িতে ফেরাবো'।
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার
খোদ পুরসভার চেয়ারপার্সনকেই বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে