নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে এবার সরব হলেন ভলান্টিয়ার ওয়াটার ফ্যাসিলিটেটর কর্মীরা। বুধবার তমলুক ও কাঁথি জোন কমিটির পক্ষ থেকে কর্মীরা মিছিল করে তাদের সাত দফা দাবি নিয়ে জেলা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতর আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেয়।
কর্মীদের অভিযোগ , ২০০৮ সাল থেকে গ্রামীণ পানীয় জলের নমুনা সংগ্রহ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন রকম কাজ করা সত্বেও বকেয়া বিল এবং স্থায়ীকরণ করছেনা রাজ্য সরকার। ফলে তারই প্রতিবাদে জেলা শাসক দফতরের ডেপুটেশন প্রদান করা হয়।
কর্মীদের সাত দফা দাবি,
• মাসিক অনলাইন ভাতা চালু করতে হবে।
• আমাদের একটি দফতরে রেখে স্থায়ীকরণের মর্যাদা দিতে হবে।
• অবিলম্বে ভলান্টিয়ার প্রথা রদ করতে হবে।
• অবসরকালীন ভাতা এবং বীমা চালু করতে হবে।
• PHED অর্থাৎ পঞ্চায়েতের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করতে হবে।
• 15th finance – এর অর্ডার অবিলম্বে কার্যকরী করতে হবে।
• গ্রাম পঞ্চায়েতের বকেয়া বিল অবিলম্বে দিতে হবে।
কর্মী দয়াল বাড়াই জানান, 'সারা পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লকে ২২৩ টি গ্রাম পঞ্চায়েতে ২০০৮ সাল থেকে আমরা ভলান্টিয়ার ওয়াটার ফ্যাসিলিটেটর হিসাবে নিযুক্ত আছি । কিন্তু বিভিন্ন প্রতিকূলতার মধ্যে কাজ করা সত্বেও আমাদের বকেয়া বিল এবং স্থায়ীকরণ করছে না। ফলে বর্তমানে আমরা সমস্যার মধ্যে পড়ছি। তাই আমাদের স্থায়ীকরণ দাবিসহ সাত দফা দাবি জেলাশাসক আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিয়েছি'।
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড
নানারকম অনুষ্ঠানে অংশ নেয় এই একদল যুবক-যুবতী