নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাজ্য সড়কে ট্রাক ও সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক এই সংঘর্ষে আহত ১৫ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ মহকুমার জামালদহে থেলপুর মোড় এলাকায় ১২(A) রাজ্য সড়কে। একটি বেসরকারি ট্রাকের(WB 59C 9844) সঙ্গে একটি সরকারি বাসের( WB63A 5858) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে মুহূর্তের মধ্যেই ট্রাকটির মধ্যে আগুন লেগে যায়। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে , আজ সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিট নাগাদ একটি সরকারি বাস যাত্রী তোলার উদ্দেশ্যে রাস্তার বাঁকে দাঁড়িয়ে ছিল। সেই মুহূর্তে মাথাভাঙাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাসটিকে ধাক্কা মারে। যার ফলে বাসটি দ্রুততার সঙ্গে ১০ থেকে ১২ ফুট পিছিয়ে যায়। তবে রাজ্য সড়কে রেলিং থাকায় বাসটি নিচে খাদের মধ্যে পরে যায়নি।
তবে আচমকাই প্রথমে ট্রাকটির মধ্যে আগুন ধরে,পরে তা বাসের মধ্যে ছড়িয়ে যায় । এই ভয়াবহ অবস্থা সম্মুখীন হয়ে বাসে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন, তারাই তড়িঘড়ি আহতদের হাসপাতালে নিয়ে যান,ঘটনার কিছুক্ষণ পরে দমকলের একটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, ততক্ষণে বাসটির প্রায় পুরো বডি পুড়ে গিয়েছিল। ট্রাকটিরও বহু অংশে ক্ষতি হয়েছে। এই ঘটনার জেরে যান চলাচল এক ঘন্টারও বেশি সময় বন্ধ ছিল,ফলে তীব্র যনযাটের সৃষ্টি হয়েছিল রাজ্য সড়ক জুড়ে।
এ প্রসঙ্গে সুভাষ মুখার্জি নামে এক বাস আরোহী জানিয়েছেন, বাসের ভিতরে কমপক্ষে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনার পর হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে যার ফলে কোনক্রমে প্রাণ বাঁচিয়ে বাস থেকে তারা নেমে পরেন ।এই পরিস্থিতিতে ধোয়া দেখে আশেপাশের প্রচুর মানুষ এলাকাস্থলে ছুটে আসেন। এছাড়াও তিনি জানিয়েছেন,ট্রাকের মধ্যে কয়লা ভর্তি ছিল। যার ফলে আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পরে।
এই বিষয়ে জেলা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, ট্রাক ও বাসের দুর্ঘটনায় মূলত শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। এই মর্মান্তিক ঘটনায় বাসচালক, কন্ডাক্টর সহ মোট ১৫ জন সামান্য আহত হয়েছেন। তবে কোন রূপ নিহত ও গুরুতর আহত অবস্থায় কাউকে পাওয়া যায়নি। ইতিমধ্যেই তাদের উদ্ধার করে চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ট্রাক চালক ও খালাসি পলাতক রয়েছে , পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছেন। বর্তমানে এই রাজ্য সড়ক দিয়ে যান চলাচল সচল রয়েছে।
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বিজেপি বিধায়ক
ধৃতরা হল মনিরুল খান ও আব্দুল মজিদ খান
জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ২০ জন যাত্রী
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি , নতুন এসপি হিসেবে দায়িত্ব নেবেন ভাস্কর মুখোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগের দিনই ইস্তেহার প্রকাশ তৃণমূলের
দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট জেলে , ক্রমেই বিরোধীরা থাবা বসাচ্ছে বীরভূমে
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জেরে চলছে বোমা-গুলি , ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি
৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৪ দিন ধরে চললো নাট্য উৎসব
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ভারতীয় সংবিধান ও অর্থনীতি ও সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ বিজ্ঞানের উত্তরপত্র
বেফাঁস মন্তব্যের জেরে এবার ফের নতুন করে আইনি নোটিস পেলেন সৌমিত্র
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে , বার্তা হাসিনার
দুর্ঘটনার মুখে অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়া
রাশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পরেছে , দাবি হাসিনার
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল সাধারণ বিজ্ঞান ও General Intelligence & Reasoning এর উত্তরপত্র