সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে , ফের পুলিশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের

সেপ্টেম্বর ২৪, ২০২৩ দুপুর ০৩:১৯ IST
650ffdad9ce57_Screenshot_2023-09-23-19-15-46-738-edit_com.google.android.googlequicksearchbox

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা – রাস্তা জুড়ে বেআইনি মদের দোকান। সঙ্গে চলছে আবাধে জুয়া, সাট্টার ঠেক। বিটি রোড, কামারহাটিসহ এলাকা জুড়ে এই এক দৃশ্য। এই নিয়ে বিস্ফোরক কামারহাটির বিধায়ক মদন মিত্র। প্রকাশ্যে এর প্রতিবাদ জানান তিনি। সেই সঙ্গে প্রশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কামারহাটির বিধায়ক।

সূত্রের খবর, সাট্টা, জুয়ার কারবার এবং পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে  বিস্ফোরক মদন মিত্র। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন মদন মিত্র বলেন, “কামারহাটি জুড়ে সাট্টা, জুয়ার কারবার। এমন কোনো পাড়া নেই যেখানে সাট্টা, জুয়ার ঠেক নেই। আর এই পুরো বিটি রোডের ধারে প্রতিনিয়ত নতুন করে বেআইনি মদের দোকান উঠছে। কার মদতে হচ্ছে সেইসব জানি না। কিন্তু এই নিয়ে প্রশাসন কি করছে? নজরদারি করার জন্য তো আমি মাইনে পাই না, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। একবার পার্টি, প্রশাসন, সংবিধান ক্ষমতা দিলে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করে দেব।”

এই বিষয়ে বিরোধী দল নেতা সজল ঘোষ বলেন, “১৮ – ২০ ঘন্টা না গেলে বোঝা যাবে না মদন বাবু কি বলেছেন। উনি তো কিছু পরেই নিজের বক্তব্য বদলে ফেলেন। তবে আশা রাখব এই বক্তব্য চেঞ্জ করবেন না। উনি ভেবে হোক না ভেবে হোক সত্যি বলেছেন। উনি শুধু নিজের এলাকা সম্বন্ধে বলেছেন। কিন্তু এটা শুধু ওখানের না পুরো বাংলার ছবি। সব জায়গায় বেআইনি মদ,  সাট্টা, জুয়ার কারবার। এদিকে প্রশাসনের দেখা দরকার।”

ভিডিয়ো

Kitchen accessories online