নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - যেখানে সাধারণ মানুষেরা সরকারি আদেশ অমান্য করে নিজেদের দৈনন্দিন জীবনে বেপরোয়া ভাবে প্লাস্টিক ব্যাবহার করে চলেছে, সেখানে প্লাস্টিক মুক্ত করে "অযোধ্যা পাহাড় বাঁচান" এইরকম পরিকল্পনা নিয়ে পাহাড় পরিস্কার করতে নামলেন চারটি ক্লাবের যুবক যুবতীরা।
শুক্রবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের তপবন লজে তাদের একটি ক্যাম্প বসে। প্রচন্ড রোদকে উপেক্ষা করে অক্লান্ত পরিশ্রম করে, যুবক যুবতীরা অযোধ্যা পাহাড়ের প্রতিটি পিকনিক স্পট থেকে শুরু করে পাহাড়ের কোনায় কোনায় প্লাস্টিক সহ থার্মোকলের পাতা উদ্ধার করে সেই স্থানগুলিকে প্লাস্টিক মুক্ত করেন। রবিবার তাদের এই কর্মসূচি শেষ হয়।
"অযোধ্যা পাহাড় বাঁচান" কর্মসূচির সদস্য আফতাব খান বলেন, "আমরা ৪টি ক্লাব, ‘আলাপ', 'উইংস অফ ওয়াইল্ড', 'মৈনাক এডভেঞ্চাচার ক্লাব' ও ‘পুরুলিয়া এডভেঞ্চার উইংস’-এর উদ্দ্যোগে তিন দিনে প্লাস্টিক মুক্ত করলাম অযোধ্যা পাহাড়কে।" রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রায় ১৫০ জন যুবক যুবতীরা অংশগ্রহণ করেছিলেন বলেও জানান।
সদস্য পরমদীপ পরামানিক জানান, "অযোধ্যা পাহাড় একটি বড়ো পিকনিক স্পট এবং রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। আর এখানে প্লাস্টিক বর্জ্য ফেলার কোনো ব্যবস্থা করা নেই। তাই আমরা অনুরোধ করেছি এখানে যেন ডাস্টবিনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি যারা প্লাস্টিক ফেলে এলাকাটি অপরিষ্কার ও দূষিত করছে তাদের কাছে আবেদন করেছি তারা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন।"
এই উদ্যেগের সদস্য মিঠুন গরাই বলেন, "আমরা টানা তিন দিন ধরে সর্বত্র ঘুরে ঘুরে প্রচুর প্লাস্টিক বোতল ও থার্মোকলের পাতা উদ্ধার করে সেগুলি বস্তায় ভরে জায়গাটিকে দূষণ মুক্ত করি।"এমন উদ্দ্যোগে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান।